পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরজি কর-কাণ্ডের জের ! সরকারি হাসপাতালের নিরাপত্তারক্ষীদের প্রশিক্ষণ দেবে লালবাজার - Kolkata Police

Kolkata Police: সরকারি হাসপাতালের পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেলে কী করে সামাল দেবে, সে বিষয়ে বেসরকারি নিরাপত্তারক্ষীদের প্রশিক্ষণ দেবে লালবাজার ৷ আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে ৷

Kolkata Police
কলকাতা পুলিশ (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2024, 6:01 PM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ড থেকে শিক্ষালাভ ৷ এবার কলকাতার সমস্ত সরকারি হাসপাতালের বেসরকারি নিরাপত্তারক্ষীদের প্রশিক্ষণ দেবে লালবাজার । জানা গিয়েছে, এর জন্য ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফে মহানগরের সমস্ত সরকারি হাসপাতালের বেসরকারি নিরাপত্তারক্ষীদের নামের তালিকা তৈরি করা হয়েছে ৷

লালবাজার সূত্রে খবর, একজন অতিরিক্ত নগরপাল ও একজন যুগ্ম নগরপালের নেতৃত্বে ওই নিরাপত্তারক্ষীদের প্রশিক্ষণ দেওয়া হবে । মূলত জনতা যদি সরকারি হাসপাতালে ভাঙচুর চালানোর চেষ্টা করে, বা উত্তেজিত হয়ে চিকিৎসক ও নার্সদের উপর চড়াও হন, সেক্ষেত্রে তাঁদের বুঝিয়ে শুনিয়ে পরিস্থিতি কীভাবে মোকাবিলা করবেন ওই নিরাপত্তারক্ষীরা, তার প্রশিক্ষণ দেবে কলকাতা পুলিশ ।

এই বিষয়ে কলকাতা পুলিশের দায়িত্ব থাকা এক উচ্চপদস্থ আধিকারিক ইটিভি ভারতকে বলেন, "আমরাই নিরাপত্তারক্ষীদের প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি । যাতে হাসপাতালের বেসরকারি নিরাপত্তারক্ষীরা নিজেরাই ঘটনাস্থলে পুলিশ আসার আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে ।"

জানা গিয়েছে, শুধু যে উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করতে নিরাপত্তারক্ষীদের প্রশিক্ষণ দেওয়া হবে এমনটাই নয়, বরং উত্তেজিত জনতার সঙ্গে কীভাবে কথা বললে তাঁদের রাগ প্রশমিত হবে এবং ঘটনাস্থলে পুলিশ ফোর্স আসা পর্যন্ত সেখানে শান্তি বজায় থাকবে সেই প্রশিক্ষণও দেওয়া হবে । মূলত আরজি কর-কাণ্ডে 14 অগস্ট রাতে সংশ্লিষ্ট হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছিল বলে অভিযোগ ওঠে । সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই কলকাতার পুলিশের এই পদক্ষেপ বলে মনে করছে অনেকেই ।

গত 9 অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চারতলার সেমিনার রুম থেকে চিকিৎসক ছাত্রীর দেহ উদ্ধার হয় । ওই হাসাতালেরই চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে । এই ঘটনায় তদন্তে নেমে কলকাতা পুলিশ প্রথমে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে । পরবর্তী সময়ে আরজি করের ঘটনার তদন্তভার চলে যায় সিবিআইয়ের হাতে । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই এখনও ওই ঘটনার তদন্ত করছে ৷

ABOUT THE AUTHOR

...view details