কলকাতা, 25 জানুয়ারি: লিভ-ইন পার্টনারের রহস্যমৃত্যুর ঘটনায় লালবাজারের হাতে এল চাঞ্চল্যকর তথ্য ৷ তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে খুন করা হয়েছে বলে তদন্তকারীদের অনুমান ৷ বুধবার দুপুরে গড়ফায় মঞ্জু দে ওরফে মমতাজ বিবির রহস্যমৃত্যুতে তাঁর লিভ-ইন পার্টনার বাপ্পা দে-কে আটক করে পুলিশ ৷ সে একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থায় কর্মরত ৷
তদন্তকারীদের দাবি, কাকতালীয়ভাবে ওই মহিলার দেহ যেখান থেকে উদ্ধার হয়েছে তার ঠিক পাশেই ছিল এক পাতা ঘুমের ওষুধ । প্রত্যেকটি খালি । অর্থাৎ, আগাম পরিকল্পনা করেই ওই মহিলাকে ঘুমের ওষুধ খাইয়ে পরে মৃত্যু নিশ্চিত করার জন্যই তাঁর মাথায় আঘাত করা হয়েছিল। প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ।
ইতিমধ্যেই সংশ্লিষ্ট ভাড়া বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করেছেন তদন্তকারীরা । জানা গিয়েছে, ওই মহিলা নিজেকে মঞ্জু দে বলে পরিচয় দিয়ে প্রায় দেড় বছর ধরে লিভ-ইন করছিল বাপ্পা দে নামে ওই ব্যক্তির সঙ্গে । তবে তদন্ত নামে পুলিশ জানতে পেরেছে ওই মহিলার আসল নাম মমতাজ বিবি ৷ তাঁর বাড়ি দক্ষিণ 24 পরগনায় । প্রথম পক্ষের স্বামীর সঙ্গে দীর্ঘ কয়েকবছর ধরেই আলাদা রয়েছেন তিনি ।
বুধবার দুপুরে বাড়ির ভিতর থেকে কোনও সাড়া শব্দ না পাওয়ায় এলাকার বাসিন্দাদের সন্দেহ হয় ৷ এরপর তাঁরা বাড়ির মালিককে সঙ্গে নিয়ে দরজায় একাধিকবার ধাক্কা দিলেও কোনও সাড়া না মেলায় গড়ফা থানায় খবর দেন । পুলিশ ঘটনাস্থলে এসে ঘরে ঢুকে দেখে ওই মহিলাকে একটি চেয়ারে বসানো রয়েছে। সেই সময় ঘরে উপস্থিত ছিল তাঁর লিভ-ইন পার্টনার বাপ্পা দে । সম্পর্কের টানাপোড়নের জেরেই এই ঘটনা বলে মনে করছেন তদন্তকারীরা । যদিও এই বিষয় ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরেই সত্যতা জানা যাবে বলে জানিয়েছেন তাঁরা ।
আরও পড়ুন :
- খাস কলকাতায় মহিলার রহস্যমৃত্যু, সন্দেহের তির লিভ-ইন পার্টনারের দিকে
- স্ত্রী'র কাছে আত্মগোপন করেও হল না শেষরক্ষা, গড়িয়ায় লিভ-ইন পার্টনারকে খুনের চেষ্টায় গ্রেফতার মূল অভিযুক্ত
- ভরসন্ধ্যায় রাস্তায় লিভ-ইন পার্টনারকে কোপাচ্ছে যুবক, হাড়হিম করা ঘটনা গড়িয়ায়