কলকাতা, 22 জুন: মুখ্যমন্ত্রীর ধমকের পরই কাজ শুরু। কোথায় কোথায় জমি দখল হয়েছে, এবার তার বিস্তারিত রিপোর্ট পাঠাতে কলকাতার প্রতিটি থানার অফিসার ইনচার্জ এবং অতিরিক্ত অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।
নবান্নের বৈঠকে জমি দখল হওয়া নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তারপরই নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশ ৷ জানা গিয়েছে, পুলিশ কমিশনারের সংশ্লিষ্ট নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে, নিজের থানা এলাকায় কোন কোন জায়গায় সরকারি জমি থেকে শুরু করে সাধারণ জমি জবরদখল করা হয়েছে, তার বিস্তারিত তথ্য বানিয়ে চলতি সপ্তাহের মধ্যেই দিতে হবে ৷ নিজেদের এলাকার ডিসি অফিসে এই নথি জমা দিয়ে বলা হয়েছে সব থানাকে ৷ ডিভিশনাল ডিসি'রা সংশ্লিষ্ট রিপোর্ট খতিয়ে দেখে তারপর চূড়ান্ত রিপোর্ট পাঠাবে লালবাজারে ৷ কলকাতা পুলিশের সদর দফতরে আসার পর সেই রিপোর্ট খতিয়ে দেখে পদক্ষেপ নেবে পুলিশ ৷