কলকাতা, 19 জুলাই: দু'জনের সম্পর্ক বরাবরই রাজনৈতিক মহলে চর্চার বিষয়। একে অন্যকে আক্রমণ করতে তাঁরা দু'জনেই সদা তৎপর। শুক্রবারও তেমনই এক ঘটনা প্রকাশ্যে এলো। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি ভিডিয়ো এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন কুণাল ঘোষ। তৃণমূল নেতার পোস্ট করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, শুভেন্দু পা থেকে জুতে খুলে তেড়ে যাচ্ছেন কয়েকজনের দিকে। পাশাপাশি কোনও একটি বিষয়ে তিনি যে ক্ষুব্ধ তাও বুঝিয়ে দিচ্ছেন বিরোধী দলনেতা । তবে এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ।
ঘটনাচক্রে কুণাল এই পোস্টটি করার 26 মিনিট পর অন্য একটি পোস্ট করেন শুভেন্দুও। সেখানে তিনি লেখেন, "আজ আমি নদিয়ার গাংনাপুরে গিয়েছিলাম। এখানে উপনির্বাচনে হিন্দু ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি। রাস্তায় তৃণমূলের তরফে আমায় বাধা দেওয়া হয়। মনে হচ্ছে, আমার ক্ষতি করার এটাই প্রথম ধাপ। গাংনাপুর থানার অফিসার ইনচার্জ অনুপম ঢালির উপস্থিতিতেই সবটা হয়েছে।" স্বভাতই অনেকেই মনে করছেন। সেখানেই এই ঘটনা ঘটেছে। তবে শুক্রবার রাত পর্যন্ত এই বিষয়ে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি ।