কলকাতা, 7 জুলাই:কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে ঘিরে নয়া জল্পনা । আবার কি তৃণমূলে ঘরওয়াপসি হতে চলেছে তাঁর ? এই জল্পনার আবহে রবিবার শোভনের 61তম জন্মদিন । প্রত্যেকবার এই দিনটি ঘটা করে পালন করেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এবারও তার অন্যথা হবে না ৷ আমন্ত্রিতদের তালিকাটাও বেশ লম্বা । তবে সেই তালিকায় রয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। শোভনের জন্মদিনের নিমন্ত্রণ রক্ষা নিয়ে কুণাল বলছেন, "রথে এবার প্রচুর আমন্ত্রণ। সব সেরে যদি সময় পাই অবশ্যই যাব ।"
সাম্প্রতিক সময়ে কুণাল ঘোষ ও শোভন চট্টোপাধ্যায়ের সাক্ষাৎ বিশেষ জল্পনার জন্ম দিয়েছে । যদিও নিজের বাড়িতে কুণালের যাওয়াকে সৌজন্য বলে এড়িয়ে গিয়েছেন শোভন। কিন্তু হঠাৎ শোভনের সঙ্গে তৃণমূল নেতাদের সখ্য বৃদ্ধিতে নয়া সমীকরণ দেখছেন কেউ কেউ । কয়েকদিন আগে, হকারদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছিল বেআইনি হকার ও পার্কিং সমস্যা সমাধানে ব্যর্থ ফিরহাদ হাকিম ও দেবাশিস কুমার। আর তাই তাঁকে হাল ধরতে হচ্ছে । অতীতে দলের মেয়রকে এভাবে প্রকাশ্যে কোনও কিছু বলতে কখনও শোনা যায়নি মমতাকে ।
পাশাপাশি, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে শহুরে ভোটারদের মধ্যে তৃণমূলকে প্রত্যাখ্যানের ঘটনা দলনেত্রীকে ভাবিয়েছে। তিনি শহুরে মানুষদের এই সমর্থন আরও একবার ফিরে পাওয়ার চেষ্টা করছেন । এরই মাঝে প্রশাসন ও দলের মধ্যে শোভনকে নিয়ে জল্পনা তৈরি হয়েছে। কারণ এক সময় তিনিই ছিলেন কলকাকার মহানাগরিক । 2010 সাল থেকে পরপর দুটি নির্বাচনে তাঁর নেতৃত্বেই কলকাতা পুরনিগমের নির্বাচনে বড় জয় পেয়েছিল তৃণমূল। শহুরে ভোটারদের মন পেতে আবারও কি শোভনেই আস্থা রাখতে চলেছেন নেত্রী ? এই প্রশ্নেরই উত্তর খুঁজছে রাজনৈতিক মহল।