পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রতিবাদ করলেই তলবের অভিযোগ মিথ্যা, পুলিশের পাশে দাঁড়িয়ে দাবি কুণালের - Kunal Ghosh - KUNAL GHOSH

Kunal Ghosh: আরজি কর-কাণ্ডে প্রতিবাদ করলেই পুলিশি হেনস্তার মুখে পড়তে হচ্ছে, এই অভিযোগ মিথ্যা বলে সোমবার দাবি করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ ৷ এই নিয়ে তিনি সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন ৷

Kunal Ghosh
কুণাল ঘোষ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 19, 2024, 1:18 PM IST

কলকাতা, 19 অগস্ট: পুলিশের বিরুদ্ধে পোস্ট হলেই ডাকা হচ্ছে বা প্রতিবাদ করলেই পুলিশ নোটিশ পাঠাচ্ছে ৷ গত কয়েকদিন ধরে এমন অভিযোগ বারবার উঠছে ৷ সোমবার তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ দাবি করেছেন যে এই ধারণা ভুল ৷

এ দিন এই নিয়ে তিনি একটি পোস্ট করেন সোশাল মিডিয়ায় ৷ সেখানে তিনি সরাসরি পুলিশেরই পাশে দাঁড়িয়েছেন । তাঁর বক্তব্য, ‘‘প্রতিবাদী পোস্ট হলেই পুলিশ ব্যবস্থা নিচ্ছে ৷ এই মিথ্যা বন্ধ করুন । প্রতিবাদ কেন করবেন না । প্রতিবাদ করবেন ভাবলে সঠিক ভাষায়, যুক্তিতে একশোবার করুন, হাজারবার করুন । কিন্তু ভুল তথ্য বিকৃত অনুমান ভুয়ো অডিয়ো, উদ্দেশ্যপ্রণোদিত প্ররোচনা ছড়ানোর পোস্ট যদি হয় ৷ নিহতের নাম-ছবি এসব দিলে পুলিশ সতর্ক করবেই ।’’

উল্লেখ্য, আরজি কর-কাণ্ড নিয়ে বাংলার মানুষ যেমন পথে নেমেছেন, তেমনই সোশাল মিডিয়ায় সরব হয়েছেন অনেকে ৷ এই প্রতিবাদের জেরে পুলিশি হেনস্তার মুখে পড়তে হচ্ছে বলে অনেকে অভিযোগ করছেন ৷ এই নিয়ে বিরোধী রাজনৈতিক দলের নেতারাও সরব হয়েছেন ৷ এই ধরনের হেনস্তার মুখে পড়লে আইনি সহায়তা দেওয়ার আশ্বাসও দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

তবে শুধু বিরোধীরা বা সাধারণ মানুষ নয়, তৃণমূল কংগ্রেসের অন্দর থেকেও পুলিশের বিরুদ্ধে জোরালো আওয়াজ উঠতে শুরু করেছে ৷ রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় সোশাল মিডিয়ায় আরজি কর-কাণ্ডে পুলিশি তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ পুলিশ কমিশনার বিনীত গোয়েলের গ্রেফতারির দাবি তুলেছেন ৷ তার পর রবিবার তাঁকে দু’বার তলব করেছিল কলকাতা পুলিশ ৷ সেই নিয়েও বিরোধীরা তৃণমূল তথা রাজ্য সরকারকে বিঁধেছিল ৷

কিন্তু কুণাল ঘোষ রবিবারই বিনীত গোয়েলের গ্রেফতারির দাবির বিরোধিতা করেছিলেন ৷ সোমবার আরও একধাপ এগিয়ে সরাসরি পুলিশের পাশে দাঁড়ালেন ৷

ABOUT THE AUTHOR

...view details