পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লন্ডনের প্রাচীনতম দুর্গাপুজোর প্রতিমা এবার যাচ্ছে কুমোরটুলি থেকে - Durga Puja 2024 - DURGA PUJA 2024

Durga Puja 2024: লন্ডনের সবথেকে পুরনো দুর্গাপুজোর মূর্তি এবার যাচ্ছে কলকাতার কুমোরটুলি থেকে ৷ শিল্পী কৌশিক ঘোষ তৈরি করছেন একচালার প্রতিমা ৷ অগস্টের মাঝামাঝি বিমান পথে এই মূর্তি পাড়ি দেবে ক্যামডেনের উদ্দেশে ৷

ETV BHARAT
লন্ডনের প্রাচীনতম দুর্গাপুজোর প্রতিমা এবার যাচ্ছে কুমোরটুলি থেকে (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jul 12, 2024, 5:29 PM IST

কলকাতা, 12 জুলাই:বাংলার সব থেকে বড় উৎসব দুর্গাপুজোর আর 100 দিনও বাকি নেই । ইতিমধ্যেই রথের দড়িতে টান দিয়ে পাড়ায় পাড়ায় শুরু হয়েছে মণ্ডপ তৈরি । কুমোরটুলিতে জোরকদমে চলছে প্রতিমা তৈরির কাজ । পিছিয়ে নেই প্রবাসে দুর্গাপুজোর আয়োজকরাও । বেশ কিছু দেশে জলপথে পাড়ি দিয়েছে দুর্গা প্রতিমা । এবার লন্ডনের সবথেকে পুরনো দুর্গাপুজোর প্রতিমাও যাচ্ছে কুমোরটুলি থেকে ৷ তৈরি করছেন শিল্পী কৌশিক ঘোষ ।

লন্ডনের প্রাচীনতম দুর্গাপুজোর প্রতিমা এবার যাচ্ছে কুমোরটুলি থেকে (নিজস্ব ভিডিয়ো)

লন্ডনের এই ঐতিহ্যবাহী পুজোয় এবার অন্য ধরনের প্রতিমাকে পুজো করা হবে । মায়ের মুখ হবে বাড়ির গৃহিণীর মতো । সঙ্গে লক্ষ্মী ঠাকুরের ক্ষেত্রে থাকছে বিশেষ আকর্ষণ । সবমিলিয়ে একচালার সাড়ে আট ফুটের ঠাকুরে থাকছে নতুনত্বের ছোঁয়া । লন্ডনের এই পুজো প্রায় 60 বছরের বেশি পুরনো । ইস্পাত শিল্পের টাইকুন লক্ষ্মী মিত্তাল এই পুজোর পৃষ্ঠপোষক । আর গোটা পুজোর সমস্ত কর্মকাণ্ড কী হবে, সবটাই দায়িত্ব নিয়ে করে থাকেন চিকিৎসক আনন্দ গুপ্ত ।

প্রতিমা শিল্পী কৌশিক ঘোষ জানাচ্ছেন, অতীতে তিনি এই পুজোয় ডাক পেয়েছেন, তবে মূর্তি মেরামত করতে । এবার প্রথম তিনি বরাত পেলেন নতুন মূর্তি গড়ার । রাজ্যে যেমন কোনও ঐতিহ্যবাহী পুজোর প্রতিমার জন্য বরাত পেলে কোনও শিল্পীর কাছে তার এক আলাদা অনুভূতি হয়, ঠিক তেমনটাই হয়েছে কৌশিক ঘোষের ক্ষেত্রেও । কারণ এই পুজো লন্ডনের সবথেকে পুরনো এবং ঐতিহ্যবাহী পুজো ।

কুমোরটুলিতে ব্যস্ততা তুঙ্গে (নিজস্ব চিত্র)

শিল্পীর কথায়, লন্ডন দুর্গোৎসব কমিটির তরফে তাঁকে বলা হয় যে, একচালার প্রতিমা হবে ঠিকই, তবে মায়ের প্রতিমায় থাকবে কিছু নতুনত্ব । আর তিনি সেই মতো ভাবনাচিন্তা করে একাধিক নয়া চিন্তা-ভাবনা প্রয়োগ করছেন এবারের মূর্তিতে । তবে তাঁর হাত ধরে বিদেশে যাওয়া আরও 30 থেকে 35টি ফাইবারের প্রতিমার প্রত্যেকটি তাঁর কাছে যে সমান গুরুত্বপূর্ণ সেটাও জানালেন শিল্পী ।

লন্ডনের পুজোর জন্য যে মূর্তি তৈরি হচ্ছে সেটি 8.5 ফুটের একচালার প্রতিমা অর্থাৎ এই এক চালচিত্রের মধ্যেই দেবী দুর্গা ও তাঁর কন্যা-পুত্র সকলেরই মূর্তি থাকছে । গোটাটাই তৈরি হচ্ছে ফাইবারে । অগস্টের মাঝামাঝি বিমান পথে এই মূর্তি পাড়ি দেবে লন্ডনে । লন্ডনের এই পুজো হবে ক্যামডেনে ৷

উল্লেখ্য, এই পুজোর পৃষ্ঠপোষক লক্ষ্মী নিবাস মিত্তাল ছিলেন কলকাতার বাসিন্দা ৷ ছোটবেলায় তিনি কলকাতার স্কুলে পড়াশোনা করেছেন ৷ পরবর্তী সময়ে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পাশ করেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details