কলকাতা, 30 জুলাই: নবান্নে আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা ৷ মঙ্গলবার বিকেলে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে নবান্ন পৌঁছন ৷ এদিন শিল্পপতির সঙ্গে দেখা করার বিষয়টি মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ৷ সৌজন্য সাক্ষাৎকার হলেও সেখানে একাধিক ক্ষেত্রে 5 হাজার কোটি টাকা বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে, জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা ৷
মুখ্যমন্ত্রী পোস্টে লেখেন, "আজ বিকেলে আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যানের কুমার মঙ্গলম বিড়লা নবান্নে এসে আমার সঙ্গে দেখা করেন ৷ এটা সৌজন্য সাক্ষাৎকার ছিল ৷ তবে তিনি বাংলায় বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন ৷"
বিড়লা গ্রুপের প্রজেক্ট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, "বাংলায় সিমেন্ট, রং-সহ নানা ক্ষেত্রে বিনিয়োগ করতে চায় তারা ৷ এর জন্য 5 হাজার কোটি অর্থমূল্যের প্রকল্পের কাজ তাদের হাতেই রয়েছে ৷ এছাড়া কলকাতা শহরে আদিত্য বিড়লা গ্রুপ একটি বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান তৈরির পরিকল্পনা করছে ৷ অন্য আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন তিনি ৷ আমরা এইসব নিয়ে আলোচনা করেছি ৷ আমি তাঁকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছি ৷"
রাজ্য সরকার কুমার মঙ্গলম বিড়লাকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছে ৷ খুব স্বাভাবিকভাবে এটা স্পষ্ট, এবার শিক্ষা ক্ষেত্রে রাজ্যে বিনিয়োগ করতে চলেছে আদিত্য বিড়লা গ্রুপ ৷ এক্ষেত্রে তারা আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান বাংলায় তৈরি করতে চায় ৷ এই অবস্থায় দেখার সেই প্রকল্প কবে বাস্তবায়িত হয় ৷ এই প্রকল্প বাবদ বাংলায় কত বিনিয়োগ করে দেশের এই অন্যতম প্রথম সারির শিল্প গোষ্ঠী ৷
বরাবরই রাজ্যে শিল্প নিয়ে উৎসাহী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জুন মাসেই তিনি বণিক মহলের উদ্দেশ্যে বার্তা দেন, বিনিয়োগে জমি কোনও অন্তরায় হবে না ৷ শিল্পের অনুকূল পরিবেশ রয়েছে বাংলায় ৷ শিল্পপতি ও বণিক মহলের সঙ্গে বৈঠকে আরও একবার সকলকে নিয়ে চলার বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দেন, শিল্প, কৃষি এবং কর্মসংস্থানের সহাবস্থানই রাজ্যের মূল লক্ষ্য। রাজ্যে শিল্পবন্ধু সরকার রয়েছে বলেও জানিয়েছেন মমতা। তাঁর কথায়, "আমরা শিল্পপতিদের ভয় দেখাই না। বরং আমরা সকলকে সঙ্গে নিয়ে সকলের সঙ্গে সমন্বয় রেখে চলি।"