কলকাতা, 25 ডিসেম্বর: কনকনে শীত নয়, বরং ঠান্ডার আমেজেই কাটবে বড়দিনে ৷ মেঘলা আকাশ ৷ দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় ও দার্জিলিঙে বৃষ্টির পূর্বাভাস ৷ আগামী শুক্রবার ফের পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা কার্যত নেই। বুধবার দিনের আকাশ ভোরে কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলায় আংশিক মেঘলা ।
কলকাতায় আগামী 4 দিন তাপমাত্রার খুব একটা বড় পরিবর্তনের সম্ভাবনা নেই ৷ শীতের আমেজ থাকলেও বড়দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনাও নেই কলকাতায়। দিনের বেলায় উষ্ণতার ছোঁয়া থাকতে পারে বড়দিনে। আজ কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যাথাক্রমে 26 ডিগ্রি এবং 16 ডিগ্রির আশেপাশে থাকবে।
দক্ষিণবঙ্গের তিন জেলায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা ৷ পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা । আগামী 4 থেকে 5 দিনে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়লে কোথাও মেঘলা আকাশ, কোথাও পরিষ্কার আকাশ। পশ্চিমের কয়েকটি জেলায় মাঝারি কুয়াশার সম্ভাবনা। কুয়াশার সম্ভাবনা বেশি পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ।
বড়দিনে দার্জিলিঙে হালকা বৃষ্টির সম্ভাবনা ৷ উত্তরবঙ্গের আর কোনও জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও ঘন কুয়াশার সতর্কবার্তা। ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে পাঁচ জেলায়। কুয়াশার সম্ভাবনা বেশি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদা জেলাতে। অল্প কুয়াশা থাকবে বাকি জেলাগুলিতেও।
বঙ্গোপসাগরে ঘনীভূত সুস্পষ্ট নিম্নচাপ খুব ধীরে শক্তি হারাবে ৷ অভিমুখ থাকবে পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক। সুস্পষ্ট নিম্নচাপ রূপে সিস্টেমটি অন্ধপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূলের কাছাকাছি রয়েছে ৷ ফলে ভারী বৃষ্টির সম্ভাবনা অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে তামিলনাডু ও পুদুচেরিতে ৷
দেশের উত্তরাংশে যখন জাকিয়ে শীত, তখন বাংলায় ঠান্ডা কম। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহেও জাকিয়ে শীতের দেখা নেই ৷ বরং বৃষ্টির ভ্রুকুটি। পরপর পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবেই আটকে উত্তুরে হাওয়া। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে। শুক্রবার অর্থাৎ 27 ডিসেম্বর উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে আরও একটি ঝঞ্ঝা। জেডস্ট্রিম উইন্ড রয়েছে উত্তর-পশ্চিম ভারতে ৷
মঙ্গলবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.8 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি ৷ যা স্বাভাবিকের চেয়ে 0.4 ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 94 শতাংশ এবং সর্বনিম্ন 45 শতাংশ।