পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বঙ্গে হেমন্তের আমেজ, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও - WEST BENGAL WEATHER FORECAST

বঙ্গজুড়ে হেমন্তের আমেজ ৷ তবে আগামী 4-5 দিন প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ৷

WEST BENGAL WEATHER FORECAST
বঙ্গে হেমন্তের আমেজ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Oct 15, 2024, 8:07 AM IST

কলকাতা, 15 অক্টোবর: বাংলা থেকে বিদায় নিয়েছে বর্ষা ৷ দুয়ারে হেমন্ত ৷ তবুও আর্দ্রতাজনিত কারণে সারাদিন অস্বস্তিকর গরমে প্রাণ হাসফাঁস বঙ্গবাসীর ৷ বিকেলের পর থেকে গরমের অনুভূতি বেশ কম ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানান, আবহাওয়ার এই পরিস্থিতিকে 'অক্টোবর হিট' বলা হয় ৷

আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা বলেন, "বঙ্গে এখন শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে ৷ বৃষ্টি কোনও বিশেষ সতর্কতা নেই এই মুহূর্তে । স্থানীয় মেঘের কারণে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে । দূরত্ব অনেকটা বেশি থাকায়, তার কোনও প্রভাব বঙ্গে পড়বে না ।" তিনি জানান, এই মুহূর্তে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে ৷ পশ্চিম দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে এই নিম্নচাপ ৷

আগামী 4-5 দিন প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস (ইটিভি ভারত)

দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গ থেকে বিদায় নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ৷ তবে বঙ্গোপসাগরে উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷

মঙ্গলবার বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা ও দুই 24 পরগনাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ তবে বজ্রবিদ্যুতের কোনও সতর্কতা নেই ৷ বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ শুক্রবার ও শনিবার দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর ও ঝাড়গ্রামে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ রবিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷

উত্তরবঙ্গের বৃষ্টির সম্ভাবনা

মঙ্গলবার কালিম্পং ও দার্জিলিংয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের উপরের 5টি জেলা তথা কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার ও দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ শুক্রবার, শনিবার ও রবিবার দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ বাকি জেলাগুলি শুষ্ক থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের ৷

কলকাতার তাপমাত্র

মঙ্গলবার কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গা পুজোর কার্নিভাল ৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এদিন কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলেও দিনের আকাশ থাকবে মেঘলা ৷ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপামাত্রা যথাক্রমে 32 ডিগ্রি ও 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে ৷ বাকি জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্র 33 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে ৷

সোমবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি সেলসিয়াস বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 93 শতাংশ ও সর্বনিম্ন 58 শতাংশ ৷

আরও পড়ুন:

বঙ্গ থেকে বিদায় বর্ষার ! তবে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে এখনই থামছে না বৃষ্টি

ABOUT THE AUTHOR

...view details