কলকাতা, 10 মে: বাংলায় বৃষ্টির ভ্রুকুটি অব্যাহত । এই পরিস্থিতিতে শনিবার ইডেনে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইণ্ডিয়ান্স । স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বৃষ্টি কি ইডেনের মহারণে কাঁটা হয়ে দাঁড়াবে ?
এই বিষয়ে ক্রিকেটপ্রেমীদের আশ্বস্ত করছে আলিপুর আবহাওয়া দফতর । আগেই তারা জানিয়েছিল বৃহস্পতি এবং শুক্রবার বঙ্গজুড়ে মাঝারি বৃষ্টি হবে । তবে শনিবার থেকে বৃষ্টির দাপট কমবে । হাওয়া অফিস বলছে, শনিবার বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, দুই 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে । সঙ্গে দমকা হাওয়া বইবে ।
বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায় ৷ সেই জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে । ইতিমধ্যে বৃষ্টির দাপটে তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে । স্বস্তি ফিরেছে বঙ্গে ৷ আজ কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 5.3 ডিগ্রি নিচে । সারাদিনে বৃষ্টিপাত হয়েছে 5.3 মিলিমিটার ।
11 মে থেকে 13 মে অর্থাৎ শনি থেকে সোমবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে কিন্তু তীব্রতা কমবে । কমবে বজ্রপাতের তীব্রতাও । কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাত আরও চার পাঁচদিন চলবে । দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিছুটা কম হবে । তবে আরও চার-পাঁচদিন বৃষ্টিপাত চলবে । দমকা হাওয়া বইবে 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে । তবে দক্ষিণবঙ্গের সংলগ্ন জেলা মালদা, দুই দিনাজপুরে বৃষ্টিপাতের দাপট থাকবে । আগামী চার পাঁচদিনে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন সে ভাবে হবে না । তারপর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে গেলে তাপমাত্রার পারদ ফের উর্ধ্বমুখী হবে ।
আরও পড়ুন:
- আপনি কি ডায়াবেটিসে আক্রান্ত ? ব্রেকফাস্টে এই খাবারগুলি ভুলেও খাবেন না
- জামাকাপড় ইস্ত্রি করেন না ? অজান্তেই এতদিন ধরে পরিবেশের উপকার করার জন্য আপনাকে ধন্যবাদ
- প্রোটিন সাপ্লিমেন্ট খেলেই বিপদ, নির্দেশিকা দিয়ে জানাল আইসিএমআর