কলকাতা, 26 অক্টোবর: দুর্যোগ কাটলেও শনিবারও কলকাতা-সহ রাজ্যের কয়েকটি জেলায় চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি ৷ আজ দিনের আকাশ সাধারণত মেঘলা থাকবে ৷ কয়েক পশলা বজ্রবিদ্যু-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি এবং সর্বনিম্ন 24 ডিগ্রির আশেপাশে থাকবে ৷
শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় দানা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ৷ শনিবার ভোর সাড়ে 5টার পর্যবেক্ষণে তীব্র ঘূর্ণিঝড় আরও দুর্বল হয়ে নিম্নক্ষেত্রে পরিণত হয়েছে ৷ উত্তর ওড়িশা উপকূল থেকে ঘণ্টায় 7 কিলোমিটার বেগে গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়েছে ৷ যেটি 21.4 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 86.2 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থান করছে ৷ পরবর্তী 12 ঘণ্টায় আরও দুর্বল হয়ে নিম্নচাপটি ক্রমশ শক্তি হারাবে ৷ এর ফলে গত দু'দিন যে দুর্যোগের ছবি দক্ষিণবঙ্গ জুড়ে দেখা গিয়েছে, তাতে রাশ পড়তে চলেছে ৷
শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় দানা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে (ইটিভি ভারত) আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, "পূর্বাভাস মতই প্রবল ঘূর্ণিঝড় দানা বৃহস্পতিবার মধ্যরাতে আছড়ে পড়েছিল ওড়িশা উপকুলের ভিতরকনিকা এবং ধামরার মধ্যবর্তী অংশে। সেই আছড়ে পড়ার প্রক্রিয়া শুক্রবার সকাল সাড়ে আটটায় শেষ হয়েছিল। তারপর প্রত্যাশা মতই ঘূর্নিঝড়টি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ৷ শনিবার তা আরও দূর্বল হবে। আজ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ৷ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।
শুক্রবার দক্ষিণবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি ও বাঁকুড়াতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে ৷ বিকেল থেকে সেই বৃষ্টি দূর্যোগে থেমেছে ৷ সারাদিন বৃষ্টির জেরে যে জমা জলের দুর্ভোগ দেখা দিয়েছিল, তা কিছুটা হলেও কমেছে ৷
শুক্রবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী জেলায় গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 133 মিলিমিটার। কেবলমাত্র কলকাতায় বৃষ্টি হয়েছে 93.9 মিলিমিটার ৷ দিনভর বৃষ্টির ফলে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 5.5 সেলসিয়াস কমে হয়েছিল 26.2 ডিগ্রি ৷ ফলে ঠাণ্ডার আমেজ মিলেছে ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 98 শতাংশ এবং সর্বনিম্ন 87 শতাংশ।