পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

একুশের সমাবেশের জের, আজ বন্ধ থাকছে শহরের একাধিক রাস্তাঘাট ! রইল আপডেট - Kolkata Traffic Update - KOLKATA TRAFFIC UPDATE

21 July TMC Rally Traffic Update: সকাল থেকেই একুশে জুলাই-এর সমাবেশে যোগদানের জন্য বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ ভিড় জমাতে শুরু করেছেন কলকাতায় । ফলে দুপুর ১২টার আগেই বদলে যাচ্ছে শহরের একাধিক রাজপথের গতিপথ ।

KOLKATA TRAFFIC UPDATE
কলকাতার ট্রাফিক আপডেট (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jul 21, 2024, 8:54 AM IST

কলকাতা, 21 জুলাই: রবিবার একুশে জুলাইয়ের সমাবেশ । আর তার জন্যই শহরের একাধিক রাজপথে যান চলাচল নিয়ন্ত্রণ করেছে কলকাতা পুলিশ । ইতিমধ্যেই কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল জানিয়েছেন যে, শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা আজ সাধারণ মানুষের জন্য বন্ধ করা হতে পারে।

রবিবার সকাল থেকেই একুশে জুলাইয়ের সমাবেশে যোগদানের জন্য বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ ভিড় জমাতে শুরু করেছেন কলকাতায় । ফলে দুপুর ১২টার আগেই বদলে যাচ্ছে শহরের একাধিক রাজপথের গতিপথ । দুপুর ১২ টার পর হাওড়া ব্রিজ সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে বলে জানা গিয়েছে। এছাড়াও, সট্রান্ড রোড, ব্রেবন রোড, বেন্টিং স্ট্রিট, বেঙ্গলি স্ট্রিট, কলেজ স্ট্রিট, হেয়ার স্ট্রিট, বউবাজার এলাকার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ।

উল্লেখিত রাস্তাগুলির পাশাপাশি, দ্বিতীয় হুগলী সেতু এবং হেস্টিংস ক্রসিং-এর কাছে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে । এই নিয়ে কলকাতা পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ এই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, আজ ভোর তিনটে থেকে রাত বারোটা পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় পণ্যবাহী গাড়ির যাতায়াতে নিষেধাজ্ঞ রয়েছে । এছাড়া, যে রাস্তাগুলি খোলা রয়েছে সেগুলি হল, মেও রোড, পার্ক স্ট্রিট, রেড রোড । তবে লালবাজারে তরফ থেকে জানানো হয়েছে, একুশে জুলাই-এর সমাবেশের দিনেও যাতে শহর সচল থাকে, তার জন্য বাড়তি চেষ্টা করা হচ্ছে ।

শিয়ালদা এবং বাইপাসের ধারে যে সব জায়গায় হাসপাতাল রয়েছে, সেখানে যান চলাচল স্বাভাবিক রাখার ব্যবস্থা করা হচ্ছে । কোথাও কোনও বেআইনি পার্কিং দেখলে, সেখান থেকে সরাসরি ওই গাড়ি সরিয়ে নিয়ে স্থানীয় ট্রাফিক গার্ডে আনা হচ্ছে বলে জানা গিয়েছে। একুশে জুলাইয়ের সমাবেশকে কেন্দ্র করে যাতে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য বদ্ধপরিকর কলকাতা পুলিশ । আজ ভোর চারটে থেকেই শহরজুড়ে নিরাপত্তার বাড়তি বন্দোবস্ত করা হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details