কলকাতা, 19 মে:রাজভবনে শ্লীলতাহানির ঘটনায় তৎপর লালবাজার ৷ রাজভবনের এক সচিব-সহ দুই কর্মীকে রবিবার ডেকে পাঠাল কলকাতা পুলিশ ৷ রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন এক মহিলা ৷ অভিযোগ, তাঁকে বাধা দেন ওই তিনকর্মী ৷ অভিযোগকারিণীর গোপন জবানবন্দির পর এই পদক্ষেপ নিয়েছে লালবাজার ৷ এই তিন কর্মীর বিরুদ্ধে কয়েকদিন আগেই পৃথক এফআইআর দায়ের করা হয় হেয়ার স্ট্রিট থানায় ৷
গত শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে গোপন জবানবন্দি নেওয়া হয় রাজভবনের অস্থায়ী কর্মীর ৷ ঘটনা প্রসঙ্গে অভিযোগকারিনীর সঙ্গে বেশ কয়েক ঘণ্টা কথা বলেন লালবাজারের স্পেশাল ইনভেস্টিগেশন টিমের আধিকারীকরা ৷ এরপরই রাজভবনের একজন সচিব পদমর্যাদার আধিকারিক, এক চিকিৎসক এবং আরও এক কর্মীর বিরুদ্ধে নতুন করে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর রুজু করা হয় লালবাজারের তরফে ৷ উল্লেখ্য, এর আগেও এই তিন কর্মীকে তলব করা হয় লালবাজারে ৷ যদিও সেবার তাঁরা কলকাতা পুলিশের তলবে সাড়া দেননি ৷ এবার এই ঘটনায় নতুন করে পদক্ষেপ নিল লালবাজার ৷