পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আজই রাজভবনের তিন কর্মীকে লালবাজারে তলব কলকাতা পুলিশের - governor CV Ananda Bose

Kolkata Police on Governor Case : রাজভবনের তিন কর্মীকে রবিবার লালবাজারে ডেকে পাঠালো কলকাতা পুলিশ ৷ এই তিন কর্মীর বিরুদ্ধে আগে পৃথক এফআইআর দায়ের করা হয়েছিল ৷

Governor CV Ananda Bose
রাজ্যপাল সিভি আনন্দ বোস (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 19, 2024, 12:05 PM IST

Updated : May 19, 2024, 1:23 PM IST

কলকাতা, 19 মে:রাজভবনে শ্লীলতাহানির ঘটনায় তৎপর লালবাজার ৷ রাজভবনের এক সচিব-সহ দুই কর্মীকে রবিবার ডেকে পাঠাল কলকাতা পুলিশ ৷ রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন এক মহিলা ৷ অভিযোগ, তাঁকে বাধা দেন ওই তিনকর্মী ৷ অভিযোগকারিণীর গোপন জবানবন্দির পর এই পদক্ষেপ নিয়েছে লালবাজার ৷ এই তিন কর্মীর বিরুদ্ধে কয়েকদিন আগেই পৃথক এফআইআর দায়ের করা হয় হেয়ার স্ট্রিট থানায় ৷

গত শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে গোপন জবানবন্দি নেওয়া হয় রাজভবনের অস্থায়ী কর্মীর ৷ ঘটনা প্রসঙ্গে অভিযোগকারিনীর সঙ্গে বেশ কয়েক ঘণ্টা কথা বলেন লালবাজারের স্পেশাল ইনভেস্টিগেশন টিমের আধিকারীকরা ৷ এরপরই রাজভবনের একজন সচিব পদমর্যাদার আধিকারিক, এক চিকিৎসক এবং আরও এক কর্মীর বিরুদ্ধে নতুন করে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর রুজু করা হয় লালবাজারের তরফে ৷ উল্লেখ্য, এর আগেও এই তিন কর্মীকে তলব করা হয় লালবাজারে ৷ যদিও সেবার তাঁরা কলকাতা পুলিশের তলবে সাড়া দেননি ৷ এবার এই ঘটনায় নতুন করে পদক্ষেপ নিল লালবাজার ৷

সম্প্রতি রাজভবনের এক অস্থায়ী মহিলাকর্মী রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন ৷ তরুণীর অভিযোগ, রাজ্যপাল রাজভবনের অন্দরেই তাঁর শ্লীলতাহানি করেছেন। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই তোলপাড় হয়ে ওঠে রাজ্য-রাজনীতি । ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা ৷ এরপর সেদিনের ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয় রাজভবনের তরফে ৷ পুরো ঘটনায় তদন্ত শুরু করা হয় লালবাজারের তরফে ৷ বিশেষ দলের দায়িত্ব দেওয়া হয় কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে । যদিও কলকাতা পুলিশের তরফে জানানো হয়, কোনও ব্যক্তি বিশেষের বিরুদ্ধে এই তদন্ত নয় । বরং রাজভবনের অন্দরে সঠিক কী ঘটনা ঘটেছিল, তা জানার জন্যই এই তদন্ত ৷

আরও পড়ুন:

Last Updated : May 19, 2024, 1:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details