পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মহিলা সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানি ! গ্রেফতার কলকাতা পুলিশের এসআই - SI Molests Female Civic Volunteer

মহিলা সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানির অভিযোগে এসআই-কে জিজ্ঞাসাবাদ ৷ তারপরেই সোমবার সকালে গ্রেফতার অভিযুক্ত এসআই ৷

SI MOLESTS FEMALE CIVIC VOLUNTEER
প্রতীকী ছিব ৷ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2024, 3:34 PM IST

কলকাতা, 7 অক্টোবর:পার্ক স্ট্রিট থানায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এক মহিলা সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল কলকাতা পুলিশের এক সাব ইনস্পেক্টরের বিরুদ্ধে ৷ মহিলা সিভিক ভলান্টিয়ারের অভিযোগের প্রেক্ষিতে আজ অভিযুক্ত ওই সাব ইনস্পেক্টরকে গ্রেফতার করেছে পার্ক স্ট্রিট থানা ৷

এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "এই ঘটনার অভিযোগ পাওয়ার পরেই আমরা গোটা বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখেছি ৷ সেই তদন্তে আমরা এমন কিছু পেয়েছি, তার জন্যই অভিযুক্ত এসআই-কে গ্রেফতার করা হয়েছে ৷’’

লালবাজার সূত্রের খবর, গত শনিবার পার্ক স্ট্রিট থানায় শ্লীলতাহানির ঘটনাটি ঘটে । জানা গিয়েছে, ওইদিন পার্ক স্ট্রিট থানায় একটি বস্ত্র বিতরণের অনুষ্ঠান চলছিল ৷ অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন অভিযুক্ত সাব ইনস্পেক্টর ৷ তিনি পার্ক স্ট্রিট থানাতেই পোস্টিং ছিলেন ৷ অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন কর্তব্যরত এক মহিলা সিভিক ভলান্টিয়ারকে উত্যক্ত করেন অভিযুক্ত সাব ইনস্পেক্টর ৷ নানা অছিলায় তাঁকে স্পর্শ করছিলেন ওই সাব ইনস্পেক্টর ৷ এরপরেই তিনি কলকাতা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গোটা বিষয়টি জানান ৷

অন্যদিকে, পার্ক স্ট্রিট থানায় মহিলা এসআই-এর বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলে, তা নেওয়া হয়নি ৷ এমনই অভিযোগ করেছেন তিনি ৷ পরবর্তীকালে উচ্চপদস্থ আধিকারিককে বিষয়টি জানালে, তাঁর নির্দেশেই পার্ক স্ট্রিট থানায় মহিলা সিভিক ভলান্টিয়ারের লিখিত অভিযোগ নেওয়া হয় ৷ অভিযোগের প্রেক্ষিতে রবিবার সকালেই অভিযুক্ত সাব ইনস্পেক্টরকে বসিয়ে দেওয়া হয় ৷ এরপর রাতে তাঁকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ৷ আজ সকালে অভিযুক্ত সাব ইনস্পেক্টরকে গ্রেফতার করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details