পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যপাল যাঁর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, সেই ইন্দিরাকেই পুলিশ মেডেল দিল রাজ্য - Indira Mukherjee

Indira Mukherjee: কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রক ও কর্মিবর্গ মন্ত্রকে অভিযোগ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সেই ইন্দিরা মুখোপাধ্যায়কেই পুলিশ মেডেল দিল রাজ্য সরকার ৷

Indira Mukherjee
কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে পুরস্কৃত করা হচ্ছে৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 15, 2024, 8:29 PM IST

কলকাতা, 15 অগস্ট: সাম্প্রতিক সময়ে রাজভবন ও রাজ্য সরকারের মধ্যে সংঘাত সর্বসমক্ষে চলে এসেছে । বৃহস্পতিবার স্বাধীনতা দিবসে সেই সংঘাতের ছবি আরও একবার প্রকাশ্যে চলে এল । রাজ্য সরকার বৃহস্পতিবার যাঁকে ভালো কাজের জন্য পুলিশ মেডেল দিল, তাঁর বিরুদ্ধেই রাজভবন স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট পাঠিয়েছে ব্যবস্থা গ্রহণের জন্য । শুধু তাই নয়, রাজ্য সরকার এই নিয়ে রিপোর্ট না দেওয়ার কারণে কেন্দ্রীয় সরকার যে ব্যবস্থা গ্রহণ করতে পারছে না, কয়েকদিন আগে তাও প্রকাশ্যে এনেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । কে এই পুলিশ আধিকারিক ? তাঁর নাম ইন্দিরা মুখোপাধ্যায় । তিনি কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ৷

প্রত্যেক বছর স্বাধীনতা দিবসে রাজ্য সরকারের তরফ থেকে পুলিশের ভালো কাজ করার জন্য পুলিশ মেডেল দেওয়া হয় । এবারও চার পুলিশ আধিকারিককে পুলিশ মেডেল দিয়েছে রাজ্য সরকার । এই তালিকায় যেমন ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের অফিসার ইন স্পেশাল ডিউটি দিব্যজ্যোতি দাস, তেমনই ছিলেন বিধাননগরের পুলিশ কমিশনার শ্রী মুকেশ, ডিআইজি (নিরাপত্তা) আভারু রবীন্দ্রনাথ এবং কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় ।

কিন্তু যত গোল বেঁধেছে এই ইন্দিরা মুখোপাধ্যায়কে নিয়ে । কারণ, রাজভবনের গৌরব ভুলুন্ঠিত করা, গুজব ছড়ানো, রাজভবনের বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার অভিযোগে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রকে নালিশ জানিয়েছিল রাজভবন । এছাড়া দিল্লির কর্মিবর্গ মন্ত্রকে চিঠি দিয়ে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিলেন তিনি ।

এবার সেই অফিসারকে রাজ্য সরকার ভালো কাজ করার জন্য পুরস্কৃত করায় প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে । কারণ, রাজভবন যাঁকে নিয়ে অভিযোগ করছে ৷ তাঁকেই রাজ্য বলছে সবচেয়ে ভালো কাজ করেছেন । মনে করা হচ্ছে রাজ্য সরকার ও রাজ্যপালের সংঘাতের এ এক বিরল নজির ।

ABOUT THE AUTHOR

...view details