কলকাতা, 24 জানুয়ারি: ডিসেম্বরের পর আজ শুক্রবার ফের নোয়াপাড়া থেকে বিমানবন্দর স্টেশন পর্যন্ত হল মেট্রোর ট্রায়াল রান । গত 14 ডিসেম্বর প্রি-ট্রায়াল রান হয়েছিল । আজ ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে দমদম পর্যন্ত প্রথম মহড়া দৌড় সম্পন্ন হল ।
বলাই বাহুল্য যে, এই রুটে মেট্রো পরিষেবা চালু হয়ে গেলে যানজট এড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত যাতায়াত অত্যন্ত সহজ হবে । খরচের পাশাপাশি সময়ও বাঁচবে ৷ ইস্ট-ওয়েস্ট মেট্রোর ইয়েলো লাইনের নোয়াপাড়া থেকে জয় হিন্দ মেট্রো স্টেশন বা বিমানবন্দর অংশের কাজ শেষ হয়েছে ।
ট্রায়াল রানের মুহূর্ত, দেখুন ভিডিয়ো (ভিডিয়ো সৌজন্যে : কলকাতা মেট্রো কর্তৃপক্ষ) আজকের এই ট্রায়াল রানে কলকাতা মেট্রো এবং নির্মাণকারী সংস্থা কেএমআরসিএলের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন । নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর পর্যন্ত 7.04 কিমি মেট্রো রুটে প্রথমবার সফলভাবে ট্রায়াল রান সম্পন্ন হয়েছে । আজ বেলা 12টা 09 মিনিটে নোয়াপাড়া থেকে ট্রায়াল রেক নম্বর MR 408 জয় হিন্দ মেট্রো স্টেশনের দিকে রওনা হয় । পৌঁছয় 12টা 31 মিনিটে ৷ এরপর বিমানবন্দর স্টেশন পরিদর্শন করেন আধিকারিকরা । তারপর আবার 1টা 57 মিনিটে রেকটি নোয়াপাড়ার উদ্দেশ্যে রওনা হয়ে 2টো 21 মিনিটে নোয়াপাড়া পৌঁছয় ।
স্টেশন পরিদর্শন করার মুহূর্তে আধিকারিকরা (ইটিভি ভারত) এই রুটে পরিষেবা চালু হয়ে গেলে বিমানবন্দর মেট্রো স্টেশনটি ভারতের অন্যতম ব্যস্ত ভূ-গর্ভস্থ স্টেশন হবে । অন্যদিকে, এই স্টেশনে ইয়েলো লাইনের সঙ্গে অরেঞ্জ লাইনের সংযোগ স্থাপিত হবে । যাত্রীদের সুবিধার জন্য এই স্টেশনে 180 মিটার লম্বা 5টি প্ল্যাটফর্ম থাকবে ।
এছাড়াও থাকবে 12টি চলন্ত সিঁড়ি, 6টি লিফট এবং 6টি সিঁড়ি । যশোর রোড ও বিমানবন্দরকে যুক্ত করতে আলাদা আলাদা সাবওয়ে থাকবে । সাবওয়েতেও প্ল্যাটফর্ম ও কনকোর্স স্তরের সংযোগের জন্য থাকবে চলন্ত সিঁড়ি, লিফট এবং ট্র্যাভেলেটর । রুটটির মোট দৈর্ঘ্য 7.03 কিমি, যার মধ্যে 1.8 কিমি ভূগর্ভস্থ এবং 5.23 কিমি মাটির উপর । নোয়াপাড়া স্টেশনে ব্লু লাইন এবং ইয়েলো লাইন যুক্ত হবে ।
স্টেশন পরিদর্শনে কলকাতা মেট্রো এবং নির্মাণকারী সংস্থা কেএমআরসিএলের উচ্চপদস্থ আধিকারিকরা (ইটিভি ভারত) এই রুটে যে স্টেশনগুলো রয়েছে সেগুলি হল নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, জেসোর রোড, জয় হিন্দ বিমানবন্দর । এই স্টেশনগুলির কনকোর্স এলাকাটি মোট 14,645 বর্গমিটার । একটি 330 মিটার দীর্ঘ এবং 10.5 মিটার চওড়া সাবওয়ে জেসোর রোডকে জয় হিন্দ বিমানবন্দর স্টেশনের সঙ্গে সংযুক্ত করবে । এই সাবওয়েতে 4টি লিফট, 6টি জেসোর রোড এবং দমদম ক্যান্টনমেন্ট স্টেশনেও আধুনিক যাত্রী সুবিধা-সহ 180 মিটার লম্বা দুটি প্ল্যাটফর্ম থাকবে ।