কলকাতা, 30 সেপ্টেম্বর: প্রতিবারের মতো দুর্গাপুজোয় সারারাত মেট্রো পরিষেবা দেবে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ আজ কলকাতা মেট্রোর তরফে পুজোর চারদিনের পরিষেবা শুরু ও শেষ মেট্রোর সময়সূচি প্রকাশ করা হয়েছে ৷ কলকাতা মূলত চতুর্থী থেকেই পুজো মণ্ডপগুলিতে ভিড় শুরু হলেও, ষষ্ঠী পর্যন্ত সাধারণ সময়ে অর্থাৎ, সকাল 6টা 50 মিনিট থেকেই পরিষেবা শুরু হবে ৷ আর চতুর্থ ও পঞ্চমীতে শেষ মেট্রো কবি সুভাষ এবং দমদম থেকে চলবে রাত 10টা 40 মিনিটে ৷ আর দক্ষিণেশ্বর থেকে সকাল 7টা প্রথম মেট্রো এবং শেষ মেট্রো চলবে রাত 10টা 28 মিনিটে ৷
তবে, ষষ্ঠীর দিন সারাদিনে আপ ও ডাউন মিলিয়ে মোট 288টি মেট্রো চালানো হবে ৷ ষষ্ঠীতে দিনের শেষ পরিষেবা পাওয়া যাবে কবি সুভাষ ও দমদম থেকে রাত 11টা 50 মিনিটে এবং দক্ষিণেশ্বর থেকে 11টা 28 মিনিটে ৷ এরপর সপ্তমী থেকে শুরু হবে নতুন সূচি অনুযায়ী মেট্রো পরিষেবা ৷
সপ্তমী, অষ্টমী ও নবমীতে আপ ও ডাউন মিলিয়ে মোট 248টি মেট্রো পরিষেবা দেওয়া হবে ৷ বেলা 1 টা থেকে ভোর 4 টে পর্যন্ত চলবে পরিষেবা ৷
সপ্তমী, অষ্টমী ও নবমীর প্রথম পরিষেবা:
বেলা 12টা 55 মিনিটে দমদম থেকে দক্ষিণেশ্বর প্রথম মেট্রো ৷
দুপুর 1টায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর প্রথম মেট্রো পরিষেবা ৷
দুপুর 1টায় গীতাঞ্জলি থেকে দমদম (বিশেষ পরিষেবা) ৷
দুপুর 1টায় মহানায়ক উত্তম কুমার কবি সুভাষ (বিশেষ পরিষেবা) ৷
দুপুর 1টায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ প্রথম মেট্রো চলবে ৷
দুপুর 1 টায় দমদম থেকে কবি সুভাষ প্রথম মেট্রো ৷
দুপুর 1 টায় শ্যামবাজার থেকে কবি সুভাষ (বিশেষ পরিষেবা) ৷
সপ্তমী অষ্টমী ও নবমীতে দিনের শেষ পরিষেবা
ভোর 3টে 48 মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ শেষ মেট্রো চলবে ৷
ভোর 3.48 মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো পাওয়া যাবে ৷
ভোর 4টের সময় দমদম থেকে কবি সুভাষ শেষ মেট্রো ও ভোর 4টেয় কবি সুভাষ থেকে দমদম শেষ মেট্রো চালাবে রেল ৷
দশমীর দিন প্রথম মেট্রো পরিষেবা
দশমীর দিন 174 টি মেট্রো পরিষেবা দেওয়া হবে ৷ যার মধ্যে 87 টি আপ ও 87 টি ডাউনে চলবে ৷ বেলা 1 টা থেকে মধ্য রাত পর্যন্ত চলবে মেট্রো ৷