কলকাতা, 11 সেপ্টেম্বর: উৎসবের মরশুমে বিশেষ করে দুর্গাপুজোর কিছু আগে থেকেই কলকাতা মেট্রো নেটওয়ার্কের ব্লু লাইনে যাত্রী ভিড় অনেকটাই বেড়ে যায়। তাই যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এবার সেই ব্লু লাইন বা নর্থ সাউথ লাইনে মেট্রো স্টেশনে পৌঁছনোর আগেই মোবাইল অ্যাপ থেকে কিউ-আর কোড ব্যবহার করে টিকিট কাটার সুবিধা চালু করল মেট্রোরেল কর্তৃপক্ষ।
বুধবার থেকে ব্লু লাইনে এই বাড়তি পরিষেবা চালু করা হয়েছে বলে খবর। যাত্রীরা নিজেদের স্মার্ট ফোনে 'মেট্রো রাইড কলকাতা অ্যাপ' ডাউনলোড করে সেখান থেকেই টিকিট কেটে নিতে পারবেন। যাত্রী ভিড় অনেকটাই বেড়ে যায় সেই জন্য টিকিট কাটার ক্ষেত্রেও লম্বা লাইন পরে কাউন্টারের সামনে কিংবা স্বয়ংক্রিয় মেশিনগুলির সামনে। তাই যাতে আর লাইনে দাঁড়াতে না হয় এবং মেট্রো স্টেশনে পৌঁছনোর আগেই যাত্রীরা যাতে নির্বিঘ্নে নিজেদের সুবিধা মতো টিকিট কেটে নিতে পারেন, সেই বিষয়টি মাথায় রেখে এদিন থেকে ইন্টিগ্রেটেড মোবাইল বেস্ট কিউ আর কোড টিকিটিং সিস্টেম চালু করা হল কলকাতা মেট্রোয়।