পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এবার বাড়িতে বসেই কাটতে পারবেন মেট্রোর টিকিট, কীভাবে জেনে নিন - KOLKATA METRO RAIL - KOLKATA METRO RAIL

Kolkata Metro: এবার বাড়িতে বসেই মেট্রোয় সফর করার জন্য টিকিট কাটা যাবে ৷ উৎসবের মরশুমে যাত্রী ভিড় অনেকটাই বেড়ে যায়। কিউ-আর কোড ব্যবহার করে টিকিট কাটার সুবিধা চালু করল মেট্রোরেল কর্তৃপক্ষ।

Kolkata Metro
টিকিট কাটার সুবিধা চালু করল মেট্রোরেল (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2024, 3:42 PM IST

কলকাতা, 11 সেপ্টেম্বর: উৎসবের মরশুমে বিশেষ করে দুর্গাপুজোর কিছু আগে থেকেই কলকাতা মেট্রো নেটওয়ার্কের ব্লু লাইনে যাত্রী ভিড় অনেকটাই বেড়ে যায়। তাই যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এবার সেই ব্লু লাইন বা নর্থ সাউথ লাইনে মেট্রো স্টেশনে পৌঁছনোর আগেই মোবাইল অ্যাপ থেকে কিউ-আর কোড ব্যবহার করে টিকিট কাটার সুবিধা চালু করল মেট্রোরেল কর্তৃপক্ষ।

টিকিট কাটার সুবিধা চালু করল মেট্রোরেল (ইটিভি ভারত)

বুধবার থেকে ব্লু লাইনে এই বাড়তি পরিষেবা চালু করা হয়েছে বলে খবর। যাত্রীরা নিজেদের স্মার্ট ফোনে 'মেট্রো রাইড কলকাতা অ্যাপ' ডাউনলোড করে সেখান থেকেই টিকিট কেটে নিতে পারবেন। যাত্রী ভিড় অনেকটাই বেড়ে যায় সেই জন্য টিকিট কাটার ক্ষেত্রেও লম্বা লাইন পরে কাউন্টারের সামনে কিংবা স্বয়ংক্রিয় মেশিনগুলির সামনে। তাই যাতে আর লাইনে দাঁড়াতে না হয় এবং মেট্রো স্টেশনে পৌঁছনোর আগেই যাত্রীরা যাতে নির্বিঘ্নে নিজেদের সুবিধা মতো টিকিট কেটে নিতে পারেন, সেই বিষয়টি মাথায় রেখে এদিন থেকে ইন্টিগ্রেটেড মোবাইল বেস্ট কিউ আর কোড টিকিটিং সিস্টেম চালু করা হল কলকাতা মেট্রোয়।

এদিন, কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় রেড্ডি পরীক্ষামূলকভাবে কালীঘাট মেট্রো স্টেশন থেকে এই পরিষেবার উদ্বোধন করেন। তিনি জানান, পরীক্ষামূলকভাবে এই পরিষেবা ব্লু লাইন, গ্রিন লাইন থেকে ওরেঞ্জ লাইনে চালু করা হচ্ছে। কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে, এই পেপারলেস টিকিটটি যেদিন কেনা হচ্ছে সেই দিন সময়সীমা থাকবে 12 ঘণ্টা পর্যন্ত। সারাদিনে একবারই এই টিকিটের মেট্রোয় ভ্রমণ করা যাবে। ফলে যাত্রীদের মোবাইল ফোনেই থাকবে টিকিট তাদেরকে টোকেন বা পেপার টিকিট নিজের সঙ্গে রাখতে হবে না ৷ কারণ, অনেক ক্ষেত্রেই টিকিট হারিয়ে যায়।

তাই যাতে তাদের আর কোনও অসুবিধা না হয়, সে জন্যই মোবাইলের মধ্যে থাকবে তাদের টিকিট ৷ তাদের গেটে সেই টিকিট দেখিয়ে প্রবেশ করতে হবে স্টেশন চত্বরে। ইস্ট-ওয়েস্ট মেট্রোতে এই কিউ-আর কোড পরিষেবা আগেই চালু হয়েছিল। বুধবার থেকে শহরের প্রতিটি মেট্রো স্টেশনে মিলবে এই সুবিধা। অটোমেটিক ফেয়ার কালেকশন গেটগুলিকেও আপগ্রেড করা হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details