পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ছাড়পত্র মিলতেই ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশন পরিদর্শনে জিএম - METRO GM VISITS PURPLE LINE

ময়দানের বিধান মার্কেটের ব্যবসায়ীদের পুনর্বাসনের কাজ শেষ ৷ সঙ্গে মিলেছে সেনার অনুমতি ৷ তাই দ্রুততার সঙ্গে শুরু হয়ে গেল কলকাতা মেট্রোর পার্পেল লাইনের কাজ ৷

METRO GM VISITS PURPLE LINE
ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশন পরিদর্শনে জিএম ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 20, 2024, 9:55 PM IST

কলকাতা, 20 নভেম্বর: পুরোদমে শুরু হচ্ছে কলকাতা মেট্রোর পার্পেল লাইনের ভিক্টোরিয়ার অংশের কাজ ৷ তার আগে বুধবার ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশনের কাজ খতিয়ে দেখলেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। মঙ্গলবারই ওই অংশে কাজ করার জন্য দরকারি ছাড়পত্র দিয়েছে সেনা ৷ আর তারপর দ্রুততার সঙ্গে কাজ শুরু করতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ ৷

দীর্ঘ টালবাহানার পর কলকাতা ময়দান মার্কেট বা বিধানচন্দ্র রায় মার্কেটের ব্যবসায়ীদের কার্জন মার্কেটে পুনর্বাসন দেওয়া হয়েছে ৷ তারপর ধর্মতলা চত্বরে শুরু হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পার্পেল লাইনের কাজ ৷ ময়দান মার্কেট সরানো ও সেনার অনুমতি সংক্রান্ত বিষয়টি দীর্ঘদিন ধরে আটকে ছিল ৷ সেই জট কাটতেই আর কোনও ঢিলেমি দিতে রাজি নয় মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ তাই জেনারেল ম্যানেজারের নির্দেশ, দ্রুত কাজ শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে তা শেষ করতে হবে ৷

কলকাতা মেট্রোর পার্পেল লাইনের থ্রি-ডি ম্যাপ পরিদর্শন জিএম-এর ৷ (নিজস্ব চিত্র)

কলকাতা মেট্রো নেটওয়ার্কের পার্পেল লাইন লম্বায় 14 কিলোমিটার ৷ পুরো রুটটি তৈরি হয়ে গেলে নিমেষের মধ্যে জোকা ও বেহালার মানুষজন ধর্মতলায় পৌঁছে যেতে পারবেন ৷ তাই এই রুটে পুরোপুরি মেট্রো চালু হওয়ায় দিকে তাকিয়ে রয়েছে বেহালাবাসী ৷ আপাতত এই পার্পেল লাইন বা লাইন-3 দিয়ে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো চলাচল করছে ৷ তার দূরত্ব 8 কিলোমিটার ৷

এই রুটেরই অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন হল ভিক্টোরিয়া মেমোরিয়াল ৷ আজ সেই স্টেশনের কাজ পরিদর্শনে যান কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার এবং পার্পেল লাইন নির্মাণকারী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেডের উচ্চপদস্থ আধিকারিকরা ৷ ভূগর্ভস্থ এই স্টেশনের কাজের সার্বিক অগ্রগতি খতিয়ে দেখেন আধিকারিকরা ৷ এছাড়াও স্টেশনের মডেল রুমও ঘুরে দেখেন তাঁরা ৷

অন্যদিকে, আগামী বছরের মার্চ মাসে বেলেঘাটা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত অরেঞ্জ লাইনে মেট্রোর কাজ পরিদর্শনে আসছে কমিশনার অফ রেলওয়ে সেফটি ৷ তাই ওই অংশের কাজ ঠিক কতটা এগলো, এবং কোথায়-কোথায় এখনও সমস্যা রয়ে গিয়েছে, সেই বিষয়গুলিও এ দিন আলোচনা করা হয় ৷ অন্যদিকে, নিউটাউনের কাছে বাগজোলা খালের নিচ দিয়ে যে ভায়া ডাক্ট বসানোর কাজ চলছে, সেই বিষয়েও রিপোর্ট নেওয়া হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details