কলকাতা, 23 ডিসেম্বর: বড়দিন উপলক্ষে ব্লু লাইনে সারাদিন চলবে 224টি মেট্রো ৷ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ মেট্রো যাওয়ার শেষ মেট্রো মিলবে রাত 11টা 53 মিনিটে। মঙ্গলবার এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ।
আর দু'দিন পরেই 25 ডিসেম্বর বড়দিন বা ক্রিসমাস। আর তারপরেই ইংরিজি নববর্ষ। আর এই সময়ে শহরের 'হট ডেস্টিনেশন' হল পার্ক স্ট্রিট এলাকা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অ্যালেন পার্কে ক্রিসমাস ফেস্টিভ্যাল। বিকেল থেকে সন্ধ্যা আর সন্ধ্যা থেকে রাত গড়াতে না গড়াতেই মানুষজন ভিড় পার্ক স্ট্রিট এলাকায়। স্বাভাবিকভাবে এই ভিড় আরও বাড়বে বড়দিনে। কারণ শহর তথা শহরতলি থেকে বহু মানুষ বিভিন্ন জায়গায় ওইদিন সকাল থেকে পিকনিক করে তারপর ঘুরতে যাবেন পার্ক স্ট্রিট।
ব্লু লাইন:আগামী বুধবার কলকাতা মেট্রোর মেন লাইন বা লাইন 1-এ সারাদিনে পাওয়া যাবে 224টি মেট্রো। 112টি আপ ও 112টি ডাউন পরিষেবা থাকবে। ওই দিন ব্লু লাইনে প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6:50 মিনিটে। কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত 11 টার সময়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত 10.53 মিনিটে। আগামী বুধবার বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত প্রতি 7 মিনিট অন্তর পাওয়া যাবে একটি মেট্রো।
25 ডিসেম্বর ব্লু লাইনে দিনের প্রথম পরিষেবা:
নোয়াপাড়া থেকে কবি সুভাষ সকল 6:50 মিনিট। (অপরিবর্তিত থাকছে)
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর সকল 6:50 মিনিট। (অপরিবর্তিত থাকছে)
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ সকল 6:55 মিনিট। (অপরিবর্তিত থাকছে)
মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর সকাল 6:55 মিনিট। (অপরিবর্তিত থাকছে)