পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

27 লক্ষ পাঠকের আগমন ! বইমেলায় বিক্রি 25 কোটির বই - KOLKATA INTERNATIONAL BOOK FAIR

গতবছর 14 দিনের বইমেলা এবছর দাঁড়িয়েছিল 12 দিনে । তাতেও বই বিক্রি হল 25 কোটি টাকার ৷ বইমেলায় পালিত হল আরজি করে নির্যাতিতার জন্মদিন ।

Kolkata International Book Fair
বইমেলায় বিকোল 25 কোটির বই (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Feb 9, 2025, 11:03 PM IST

Updated : Feb 9, 2025, 11:08 PM IST

কলকাতা, 9 ফেব্রুয়ারি: রবিবার শেষ হল 48তম কলকাতা বইমেলা। এবছর বইমেলায় উপস্থিত হয়েছিলেন 27 লাখ মানুষ । বই বিক্রি হয়েছে কমবেশি 25 কোটি টাকার । মেলার শেষ লগ্নে আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সম্পাদক সুধাংশু শেখর দে বলেন, ‘‘গত বছর আমরা 14 দিন বইমেলা করার সুযোগ পেয়েছিলাম । এবছর সেই সংখ্যা দাঁড়িয়েছিল 12 দিনে । সেখানেও বহু মানুষ এসেছেন। ফিশফ্রাইয়ের টানে বইমেলাতে এলেও বই কিনেই বাড়ি ফিরেছেন সকলে ।’’

এবছর বইমেলার থিম কান্ট্রি ছিল জার্মানি । 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হয়েছিল 28 জানুয়ারি। শেষ হল 9 ফেব্রুয়ারি । প্রতিবারের মতো বিগ বেনের আদলে ঘণ্টা বাজিয়ে শেষ হল বইয়ের শ্রেষ্ঠ উৎসব । অনুষ্ঠানের শেষদিন উপস্থিত হয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম এবং বিধাননগর পুরনিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী ।

বইমেলায় বিক্রি 25 কোটির বই (ইটিভি ভারত)

অন্যদিকে, শেষদিনে বইমেলায় পালিত হয় আরজি করে নির্যাতিতার জন্মদিন । লিটল ম্যাগাজিনের তরফে একটি কর্মসূচি নেওয়া হয়েছিল । সেখানে জন্মদিন পালন করেছেন তাঁরা । ন্যায়বিচারের স্লোগান তুলে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করেন সংগঠনের সদস্যরা। এই কর্মসূচিতে যোগ দিয়েছিল বিভিন্ন অ-রাজনৈতিক সংগঠন ।

27 লক্ষ পাঠক এলেন বইমেলায় (ইটিভি ভারত)

রাতদখল ঐক্য মঞ্চের শতাব্দী দাস বলেন, ‘‘আজ অভয়ার জন্মদিন উপলক্ষ্যে নানা জায়গায় কর্মসূচি হচ্ছে । এবছর আমাদের মনে হচ্ছে, বইমেলায় একটা অগণতান্ত্রিক ব্যবস্থা চলছে । পোস্টার মেলায় আনা যাচ্ছে না । আনতে গেলে ছবি তুলে রাখা হচ্ছে। বাধা দেওয়া হচ্ছে । আপনারা জানেন, বইমেলায় রাজনৈতিক বক্তব্য রাখা যাবে না বলে জানানো হয়েছে ৷ শুধু বই কিনে, খেয়ে বাড়ি যেতে হবে- এরকম কোনও বিধিনিষেধ আগে ছিল না । মেয়েটির জন্মদিন আমরা প্রতিবাদের মাধ্যমে পালন তো করবই ৷ বইমেলাটা তো বাকস্বাধীনতা চর্চার জায়গা! আমরা তারই প্রকাশ হিসেবে একটা স্লোগান তুলছি । এতে অসুবিধার কী আছে ।’’

আরও পড়ুন

Last Updated : Feb 9, 2025, 11:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details