কলকাতা, 20 অগস্ট: আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে চলা প্রবল ক্ষোভের মধ্যেই মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস । এই নিয়ে আজ তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করবেন বলে জানা যাচ্ছে ।
এছাড়াও, এই নিয়ে সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করার জন্য একটি মোবাইল কন্ট্রোলরুমও খুলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ নিজের এক্স হ্যান্ডেলে তিনি জানান, 03322001641 এবং 92890 10682 - এই দুটি হল মোবাইল কন্ট্রোলরুমের নম্বর ৷ কেউ যদি এই নিয়ে রাজ্যপালকে কিছু জানাতে চান, তাহলে ওই নম্বরে ফোন করতে পারেন । মোবাইল কন্ট্রোল রুম থেকে প্রথম ফোনটি আজ রাজ্যপাল করেন মৃত ডাক্তারের বাবাকে । এই ঘটনায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান রাজ্যপাল ৷
আরজি কর-কাণ্ড নিয়ে এর আগেও সরব হয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ আরজি করে গিয়ে তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছেন ৷ সোমবার রাখিবন্ধন অনুষ্ঠানে রাজভবনে গিয়ে তাঁর সঙ্গে এই নিয়ে কথা বলে বিজেপির মহিলা মোর্চা ৷ এরপর আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করে আরজি কর নিয়ে কথা বললেন রাজ্যপাল ৷
এই ঘটনায় এখনও পর্যন্ত গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করার জন্য রাজ্যপাল রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিদের সঙ্গে একটি জরুরি বৈঠকের ডাক দেন ৷ প্রাক্তন ক্রিকেটার তথা আম আদমি পার্টির রাজ্যসভার সদস্য হরভজন সিং এই নিয়ে 'গভীর যন্ত্রণা' প্রকাশ করে একটি চিঠি লেখার পর এই পদক্ষেপ করেন রাজ্যপাল ৷
এর আগে, আরজি কর কাণ্ড নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । সার্বিকভাবে রাজ্যের পুলিশ এবং কলকাতা পুলিশ কী ব্যবস্থা নিয়েছে সেই নিয়ে অ্যাকশন টেকেন রিপোর্ট রাজ্যের কাছে চেয়েছেন রাজ্যপাল । পাশাপাশি আচার্য হিসেবে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকও করেন তিনি । যাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-সহ বিভিন্ন মেডিক্যাল কলেজগুলিতে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা যায় । সেই বিষয়ে একাধিক পরামর্শ দেন আচার্য তথা রাজ্যপাল ।