কলকাতা, 30 মে: 1998 সাল থেকে এখনও পর্যন্ত কলকাতা দক্ষিণ বরাবরই তৃণমূল কংগ্রেসকে ঢেলে সমর্থন করেছে । বিশেষ করে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর সুব্রত বকসি, হালফিলে মালা রায় । নির্বাচনে দক্ষিণ কলকাতার মানুষের সমর্থন বারবার জিতে নিয়েছে ঘাসফুল শিবির ।
কলকাতা দক্ষিণের কুর্সি কার ? (ইটিভি ভারত) তবে 1967 সাল থেকে ভোটের ফল দেখলে দক্ষিণ কলকাতায় যাঁরা সাংসদ হয়েছেন, তাঁরা সবসময়ই ছিলেন একজন দিকপাল । তালিকায় রয়েছেন প্রিয়রঞ্জন দাশমুন্সী হোন, গণেশ ঘোষ, সত্যসাধন চক্রবর্তী, ভোলানাথ সেন, বিপ্লব দাশগুপ্তের মতো নেতারা । সেখানেই এবার সাংসদ হওয়ার জন্য লড়াই করছেন তৃণমূল কংগ্রেসের তরফে মালা রায়, বিজেপির তরফে দেবশ্রী চৌধুরী এবং বাম ও কংগ্রেসের জোট প্রার্থী সায়রা শাহ হালিম ।
কলকাতা দক্ষিণ কেন্দ্রে প্রধান প্রতিদ্বন্দ্বী (ইটিভি ভারত) 2019 এর লোকসভার ভোটে এই কেন্দ্র থেকে 5 লাখ 73 হাজার 119 ভোট পেয়েছিলেন তৃণমূল প্রার্থী মালা রায় । 4 লাখ 17 হাজার 927 ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী চন্দ্রকুমার বসু । 1 লাখ 40 হাজার 275 ভোট পেয়ে সিপিএম প্রার্থী নন্দিনী মুখোপাধ্যায় ছিলেন তৃতীয় স্থানে । কংগ্রেস প্রার্থী মিতা চক্রবর্তীর ঝুলিতে গিয়েছিল 42 হাজার 618 ভোট । মালা রায় জয়ী হন 1 লাখ 55 হাজার 102 ভোটে ৷
2019 লোকসভা ভোটের ফলাফল (ইটিভি ভারত) এরপর 2021 এর বিধানসভা নির্বাচন দেখলেও এই লোকসভার প্রত্যেকটি বিধানসভাতেই এগিয়েছিল তৃণমূল কংগ্রেস । এক্ষেত্রে এই লোকসভার ভিতরে থাকা কসবায় তৃণমূল কংগ্রেস এগিয়েছিল 63 হাজার 622 ভোটে, বেহালা পূর্বে তৃণমূলের লিড ছিল 37 হাজার 428 ভোটের, বেহালা পশ্চিমে এগিয়েছিল 50 হাজার 884 ভোটে, কলকাতা পোর্টও 68 হাজার 554 ভোটে এগিয়েছিল তৃণমূল, ভবানীপুর তৃণমূলের লিড ছিল 28 হাজার 719 ভোটের, রাসবিহারীতে 21 হাজার 414 ও বালিগঞ্জে 75 হাজার 359 ভোটে এগিয়েছিল তৃণমূল ।
এরপর দক্ষিণ কলকাতায় দু’টি উপনির্বাচন হয় । একটি ভবানীপুর কেন্দ্রে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হন, অন্যটি হয় বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে, যেখানে জয়ী হন বাবুল সুপ্রিয় । এই দক্ষিণ কলকাতা কেন্দ্রে বিজেপি বা সিপিএম প্রার্থীকে জিততে হলে সব কেন্দ্রেই হাড্ডাহাড্ডি লড়াই দিতে হবে । এক্ষেত্রে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হাতিয়ার করেছে বিরোধীরা ৷ তার পরও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস ৷