পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রজাতন্ত্র দিবসে কমানো হল মেট্রো পরিষেবা - প্রজাতন্ত্র দিবসে মেট্রো পরিষেবা

kolkata Blue line Metro Service: অন্য দিন 288টি মেট্রো চলে ৷ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তা কমিয়ে 234টি করা হয়েছে ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Jan 20, 2024, 12:33 AM IST

কলকাতা, 19 জানুয়ারি: প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ছুটি 26 জানুয়ারি ৷ ছুটির দিন বলে নর্থ সাউথ করিডোরে কমানো হল মেট্রো পরিষেবা ৷ সারাদিনে চলবে 234টি মেট্রো। আজ শুক্রবার এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ । অন্য দিন 288টি মেট্রো চলে ৷ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তা কমিয়ে 234টি করা হয়েছে ৷

এই বছর দেশের 75তম প্রজাতন্ত্র দিবস । ব্রিটিশদের 200 বছরের শাসন থেকে 1947 সালের 15 অগস্ট মুক্তি পেলেও প্রজাতন্ত্র দিবসেই কিন্তু দেশ সাংবিধানিকভাবে পূর্ণ রূপে স্বাধীন হয়েছিল ভারতবর্ষ । ওইদিন থেকেই স্বাধীন ভারত পেয়েছিল তার নিজস্ব সংবিধান । তাই মাহাত্ম্যের দিক থেকে এই দিনটি ভারতবাসীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন । এই দিনটিতে সরকারি ছুটি থাকে ৷

আজ কলকাতা মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী 26 জানুয়ারি অর্থাৎ শুক্রবার ব্লু লাইনে সারাদিনে চলবে 234টি মেট্রো । এর মধ্যে থাকছে 117 টি আপ ও 117টি । ওইদিন পরিষেবা শুরু হবে সকাল 6টা 50 মিনিটে আর শেষ পরিষেবার সময় রাত 10টা 35 মিনিট ।

দিনের প্রথম পরিষেবার সময় অপরিবর্তিত থাকছে:

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6টা 50 মিনিটে।

দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6টা 55 মিনিটে।

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 7 টায় ।

দিনের শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকছে :

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 28 মিনিটে।

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 30 মিনিটে ।

দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 40 মিনিটে ।

ABOUT THE AUTHOR

...view details