কলকাতা, 4 জানুয়ারি: নতুন বছরের শুরুতেই বঙ্গে শীতের আমেজ ফিরলেও ফের বিরতিতে যাচ্ছে ঠান্ডা ৷ পশ্চিমী ঝঞ্ঝার কারণেই পৌষ মাসে শীতের সর্বনাশ। বিদায়ী বছরের শেষদিন থেকে দক্ষিণবঙ্গে শীতের আমেজ ফিরতে শুরু করেছিল। ক্রমে তা জমিয়ে বসলেও কনকনে ঠান্ডা আর না-মেলার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
আজ, শনিবার পর্যন্ত শীতের আমেজ বজায় থাকলেও আগামিকাল অর্থাৎ রবিবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা ফের বাড়তে শুরু করবে। আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন,“পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তর-পশ্চিমের শীতল হাওয়া। অন্যদিকে, বঙ্গোপসাগর থেকে পূবালি হাওয়ার দাপট বাড়বে। এর ফলেই বছরের প্রথম সপ্তাহের শেষে উষ্ণতার ছোঁয়া ৷ শনিবার পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে। আগামী 24 ঘণ্টায় বড়সড় পরিবর্তন নেই সর্বনিম্ন তাপমাত্রায়।"
আজ দিনের আকাশ পরিষ্কার। কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 22 ডিগ্রি এবং 14 ডিগ্রির আশেপাশে থাকবে। রবিবার থেকে দক্ষিণবঙ্গে তিন দিনে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। উত্তরবঙ্গে বাড়তে পারে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস।