পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কলকাতা বিমানবন্দরে বোমা ! হুমকি মেল পেয়ে তল্লাশি শুরু সিআইএসএফের - Kolkata International Airport - KOLKATA INTERNATIONAL AIRPORT

Bomb Threat at Kolkata Airport: বোমা রাখা আছে বিমানবন্দরে ৷ শুক্রবার এমনই হুমকি মেল পেল কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ৷ তল্লাশি শুরু করেছে সিআইএসএফ ৷

Kolkata Airport
কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর

By ETV Bharat Bangla Team

Published : Apr 26, 2024, 2:29 PM IST

Updated : Apr 26, 2024, 4:38 PM IST

কলকাতা, 26 এপ্রিল: বিমানবন্দরে বোমা রাখা আছে ৷ রাজ্যে দ্বিতীয় দফার ভোটাভুটি চলাকালীন এমনই হুমকি মেল পেল কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ৷ মেল হাতে পেতেই সিআইএসএফ-এর পক্ষ থেকে বিমানবন্দরের ভিতরে চিরুনি তল্লাশি করা শুরু হয় ৷ যদিও এখনও পর্যন্ত তেমন কিছু পাওয়া যায়নি বলে খবর ৷ তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে ৷ মেলটি কোথা থেকে পাঠানো হয়েছে? সেই আইপি অ্যাড্রেস খতিয়ে দেখা হচ্ছে সিআইএসএফ এবং বিধাননগর পুলিশের পক্ষ থেকে ৷

শুক্রবার সকালে বিমানবন্দরের ভিতরে বোমা রাখা আছে বলে একটি ইমেল পায় কর্তৃপক্ষ ৷ মেইল পাওয়ার সঙ্গে সঙ্গে বম্ব স্কোয়াড ডেকে তদন্ত শুরু করেন তাঁরা ৷ যাত্রীদের ওয়েটিং রুমে তল্লাশি চালানো হয় ৷ নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করা ৷ কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর ৷ ইতিমধ্যে বিমানবন্দরের সমস্ত সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে ৷ বিমানবন্দরের ভিতরে এবং বাইরে কোনও ব্যাগ বা জিনিসপত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ সন্দেহভাজন কোনও ব্যক্তি দেখতে পেলেও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে ৷

শুক্রবার দেশজুড়ে 88টি আসনে চলছে লোকসভা নির্বাচন ৷ রাজ্যের তিনটি কেন্দ্রে সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব ৷ রায়গঞ্জ, দার্জিলিং এবং বালুরঘাটে চলছে ভোটদান পর্ব ৷ এই আবহে বিমানবন্দরে বোমার হুমকি মেল ঘিরে স্বাভাবিকভাবে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে ৷ তবে এটা কোনও ভুয়ো মেল কি না, তা খতিয়ে দেখছে ৷

আরও পড়ুন:

Last Updated : Apr 26, 2024, 4:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details