পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুজোর আগেই 100 দিনের কর্মীদের 'উৎসব বোনাস' দেবে কেএমসি - KMC Utsav Bonus for MGNREGA Workers - KMC UTSAV BONUS FOR MGNREGA WORKERS

KMC 'Utsav Bonus' for MGNREGA Workers: কলকাতা পুরনিগমের অন্তর্গত একশোদিনের কাজের শ্রমিকদের উৎসব বোনাস দেওয়ার কথা ঘোষণা করা হল ৷ পুজোর আগেই সেই উৎসব বোনাস কর্মীদের অ্যাকাউন্টে ঢুকে যাবে বলে জানানো হয়েছে পুরনিগমের তরফে ৷

KMC 'Utsav Bonus' for MGNREGA Workers
পুজোর আগেই 100 দিনের কর্মীদের 'উৎসব বোনাস' দেবে কেএমসি (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2024, 8:44 PM IST

কলকাতা, 11 সেপ্টেম্বর: আরজিকর-কাণ্ডের আবহে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব কিছুটা পিছনের সারিতে ৷ মুখ্যমন্ত্রী 'উৎসবে ফেরা'র বার্তা দিয়েছিলেন ৷ যা প্রত্যাখ্যান করে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক থেকে নাগরিক সমাজের বিরাট একটা অংশ পালটা আন্দোলনকেই উৎসব বলে ঘোষণা করেছেন ৷ এই টানাপোড়েনের মধ্যেই এবার কলকাতা পুরনিগমের 100 দিনের কাজের শ্রমিকদের জন্য সুখবর ৷ পুজোর আগেই তাঁদের অ্যাকাউন্টে ঢুকবে 'উৎসব বোনাস' ৷

আজ কলকাতা পুরনিগমের তরফে জানান হয়েছে, 15 হাজার কর্মীর অ্যাকাউন্টে ধাপে-ধাপে এই টাকা ঢুকে যাবে ৷ রাজ্য সরকার এই 'উৎসব বোনাস'-এর জন্য 5 কোটির বেশি টাকা খরচ করছে ৷ আন্দোলকারীরা উৎসব বয়কটের ডাক দিয়েছেন ৷ তাতে সাড়াও দিয়েছেন বহু মানুষ ৷ অনেক দুর্গাপুজো কমিটি এবং শাসকদলের তরফে পালটা 'উৎসবে ফেরা'র প্রচারও শুরু হয়েছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বলেছেন, 1 মাসের বেশি হল (আরজি কর-কাণ্ড ও তার প্রতিবাদ) আন্দোলন এবার উৎসবে ফিরুন, পুজোয় ফিরুন ৷

যার পালটা, কেউ বলছেন 'উৎসবে ফিরছি না', তো কোনও পক্ষের মতে, 'উৎসব হবে প্রতিবাদে'র মধ্যে দিয়ে ৷ শাসক এবং আন্দোলনকারীদের এই টানাপোড়েনের মধ্যেই 3500 টাকা করে 'উৎসব বোনাস' পাবেন কলকাতা পুরনিগমের 100 দিনের কর্মীরা ৷ তাঁরা নামমাত্র দৈনিক মজুরির বিনিময় কাজ করেন ৷ তাই পুজোর মুখে এই টাকা পেয়ে স্বাভাবিকভাবেই হাসি ফুটেছে ওই কর্মীদের মুখে ৷

কলকাতা পুরনিগম সূত্রে খবর, কলকাতায় 15 হাজার কর্মী আছেন 100 দিনের প্রকল্পের আওতায় ৷ তিনটি ক্ষেত্রে সেই কর্মীরা কাজ করেন ৷ স্কিল লেবার অর্থাৎ, যাঁরা দৈনিক মজুরি পান 404 টাকা ৷ নন-স্কিল লেবার, যাঁরা দৈনিক মজুরি পান 303 টাকা ৷ আর সুপারভাইজার, যারা দৈনিক মজুরি পান 202 টাকা ৷ তবে, পুজোর মুখে প্রত্যেকেই পাবেন 3500 টাকা 'উৎসব বোনাস' ৷ এই টাকা দিতে খরচ হচ্ছে 5 কোটি 25 লক্ষ টাকা ৷ ইতিমধ্যেই ধাপেধাপে বিভিন্ন বিভাগের 100 দিনের কর্মীদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকতে শুরু করেছে ৷

এই প্রসঙ্গে, 100 দিনের প্রকল্পের ভারপ্রাপ্ত মেয়র পারিষদ সদস্য অসীম বসু বলেন, "নামমাত্র দৈনিক মজুরিতে সারাটা বছর কালঘাম ঝড়িয়ে কাজ করেন এই সমস্ত কর্মীরা ৷ এই টাকা পেলে পুজোর মুখে স্ত্রী বা বাড়ির ছোট্ট ছেলে মেয়েদের নতুন জমা কাপড় কিনে দিতে পারবেন উৎসবের আবহে ৷"

ABOUT THE AUTHOR

...view details