কলকাতা, 2 এপ্রিল:নির্মীয়মাণ বাড়ি থেকে ইট পড়ে মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসল কলকাতা পৌরনিগম ৷ রিবাটির ঘটনা থেকে শিক্ষা নিয়ে নয়া নির্দেশিকা ৷ নির্মাণস্থল ঢেকে কাজ করা বাধ্যতামূলক করেছে কলকাতা পৌরনিগম ৷ যাতে নিয়ন্ত্রণ হবে দূষণও ৷ যদিও পৌর নিগমের এই নির্দেশিকা আগে থেকে ছিল ৷ সব কিছু তোয়াক্কা না করেই খোলা চত্বরে চলত নির্মাণ কাজ ৷ এবার থেকে এই নিয়ম ভাঙলেই দিতে হবে 1 টাকা জরিমানা ৷ তাও 'নিত্যদিন' হিসাবে সেই জরিমানা আদায় করা হবে ৷
শহরে বায়ু দূষণের অন্যতম কারণ হল নির্মাণ কাজ ৷ এই নিয়ে ন্যশনাল গ্রিন ট্রাইইবুন্যাল আদালতের কাছে কটাক্ষের শিকার হতে হয় পৌরনিগমকে ৷ তবে খাতায় কলমে নির্দেশিকা বা নজরদারি কমিটি করা হয়েছে ৷ কলকাতায় অলিগলি থেকে বড় রাস্তা সর্বত্রই দেখা যায় নির্মাণ স্থলে সামনে নির্মাণ সামগ্রী পড়ে রয়েছে । এমনকী বাড়ি ভাঙা বা নির্মাণ কাজ বহু জায়গাতেই হয় নিয়ম মেনে হয় না ৷ ফলে আশপাশের সারা এলাকা ধুলোয় ঢেকে যায় । দূষণ জনিত নানা সমস্যার সম্মুখীন হতে হয় বাসিন্দাদের । নজরদারির কথা উল্লেখ করা হলেও, তা হয় না নজরদারি।
সম্প্রতি, গার্ডেনরিচে বেআইনি বাড়ি ভাঙার ধ্বংসাবশেষ সরাতে টনক নড়ে পৌরমিগনের ৷ ঘটনাস্থলে থাকা বিল্ডিং বিভাগের এক আধিকারিক ঘটনাস্থলে গিয়েছিলেন ধ্বংসস্তূপ সরানোর কাজের সময় ৷ মাস্ক ছাড়াই দীর্ঘ সময় কাজ করার ফলে তিনি শারীরিকভাবে সমস্যায় পড়েন । এরপরেই দফতরের আধিকারিকদের মধ্যে ফের নিয়মকানুন নিয়ে আলোচনা শুরু হয়।