কলকাতা, 26 অগস্ট: শহর কলকাতার বিভিন্ন ফাঁকা জমি বা পুরনো বাড়ি ভেঙে উঠছে বহুতল ৷ ফ্ল্যাট কিনেছেন অগুন্তি মানুষজন ৷ তবে, ফ্ল্যাট কিনে মিউটেশন করতে গিয়েই মাথায় আকাশ ভেঙে পড়ার জোগাড় নাগরিকদের ৷ বিপুল টাকা বকেয়া করের দায় আচমকাই চেপে বসছে বলে অভিযোগ ৷ সেই দায় খানিক কমাতে নয়া ঘোষণা মেয়র ফিরহাদ হাকিমের ৷ 6 বছরের বেশি বকেয়া করের টাকা ফ্ল্যাট মালিকদের থেকে দাবি করা যাবে না ৷ কলকাতা পুরনিগমের কর মূল্যায়ন ও রাজস্ব বিভাগকে এই নির্দেশ দিলেন তিনি ৷
সম্প্রতি কলকাতার জনৈক নাগরিক ফ্ল্যাট কেনার পরে রেজিস্ট্রশন ও মিউটেশন করতে গিয়ে সমস্যায় পড়েন ৷ তাঁর হাতে ধরানো হয় অতীতে বকেয়া থাকা দীর্ঘ কয়েক বছরের সম্পত্তি করের বিল ৷ এর পরেই টক-টু মেয়র অনুষ্ঠানে ফিরহাদ হাকিমকে অভিযোগ করেন তিনি ৷ বিষয়টি শুনে মেয়র সম্পত্তি কর মূল্যায়ন ও রাজস্ব বিভাগের আধিকারিকদের নির্দেশ দেন, এই ধরনের ঘটনা যাতে আর না-ঘটে ৷ সর্বোচ্চ 6 বছরের বকেয়া সম্পত্তি কর আদায় করা যাবে বলে জানান তিনি ৷
ফিরহাদ হাকিম বলেন, "দীর্ঘ বছর ধরে সম্পত্তি কর বকেয়া থাকার অর্থ হল, আমাদের বিভাগের কর্মী এবং আধিকারিকদের ব্যর্থতা ৷ সেই দায় কেন নাগরিকদের উপর চাপানো হবে ? এই বকেয়া কর সবটাই, যে প্রোমোটার নির্মাণকাজ করছেন, তাঁর মিটিয়ে ফেলার কথা ৷ তাঁরা কৌশলে ক্রেতাদের ফ্ল্যাট হ্যান্ডওভার করে চলে যান ৷ তাই বকেয়া করের দায় ফ্ল্যাট ক্রেতাদের উপর চাপে ৷ তবে, এমন ক্ষেত্রে সর্বোচ্চ 6 বছরের বেশি বকেয়া কর নেওয়া যাবে না ৷