কলকাতা, 16 নভেম্বর: 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনার তদন্তে যবনিকা পতন ! মূল অভিযুক্ত আফরোজ খানকে গ্রেফতার করেছেন কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা ৷ তাঁকে পূর্ব বর্ধমানের গলসি থেকে গ্রেফতার করা হয়েছে ৷ উল্লেখ্য, প্রথমে নিজের পরিচয় মহম্মদ ইকবাল বলে দিয়েছিলেন তিনি ৷ পরবর্তী সময়ে তদন্তকারীরা মূলচক্রীর আসল পরিচয় জানতে পারেন ৷
অন্যদিকে, শুক্রবার ঘটনাস্থল থেকে আরেকজন দুষ্কৃতীকে ধরা হয় ৷ লালবাজার সূত্রে খবর, তাঁকে জেরা করে বেশ কিছু তথ্য উঠে এসেছে ৷ জানা গিয়েছে, ঘটনায় ধৃত দুষ্কৃতীকে 10 হাজার টাকা দিয়ে বিহার থেকে ভাড়া করে আনা হয়েছিল ৷ এমনকি কাজ হয়ে গেলে হাতে বাড়তি আড়াই হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল ধৃতকে ৷
লালবাজার সূত্রে খবর, ধরা পড়ে যাওয়ার পর নিজের পরিচয় ও নাম লুকানোর চেষ্টা করেছিলেন ওই দুষ্কৃতী ৷ নিজেকে নাবালক বলে দাবি করেছিলেন তিনি ৷ পরে তাঁর পরিচয়পত্র থেকে জানা যায়, ধৃত বিহারের বাসিন্দা ও বয়স 18 বছরের বেশি ৷ তাঁর নাম যুবরাজ সিং বলে জানা গিয়েছে ৷ লালবাজার সূত্রের খবর, বিহার থেকে প্রথমে ট্রেনে হাওড়া ৷ তারপর সেখান থেকে ট্যাক্সিতে কলকাতায় এসে বন্দর এলাকায় থাকছিলেন অভিযুক্ত ৷