পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রবিগানের অমোঘ টানে সুদূর হাঙ্গেরি থেকে বাংলায় ক্যাথলিন, গাইলেন 'জাগরণে যায় বিভাবরী' - HUNGARY ARTIST EXCLUSIVE - HUNGARY ARTIST EXCLUSIVE

HUNGARY ARTIST VISITS KOLKATA: রবীন্দ্রসঙ্গীতের টানে যাদুতে বাংলায় হাজির বিদেশিনী ৷ মধ্য ইউরোপের দেশ হাঙ্গেরি থেকে কলকাতায় এসেছেন বিদেশিনী ক্যাথলিন বার্নস ৷ এখানে এসেই বন্ধু অর্ঘ্যকমল চট্টোপাধ্যায়ের সঙ্গে গলা মেলালেন কবি গুরুর 'জাগরণে যায় বিভাবরী'তে ৷

HUNGERI ARTIST
অর্ঘ্যকমল ও ক্যাথলিন (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : May 22, 2024, 12:29 PM IST

Updated : May 22, 2024, 12:36 PM IST

সুদূর হাঙ্গেরি থেকে বাংলায় ক্যাথলিন (ইটিভি ভারত)

আসানসোল, 22 মে: 'আহা কি জাদু আছে এই বাংলা গানে, গান গেয়ে মাঝি দাঁড় টানে!' এই ভাষার টানই আলাদা ৷ সেই বাংলা গানের টানে সুদূর হাঙ্গেরি থেকে কলকাতায় ছুটে এলেন লেখিকা ও শিল্পী ক্যাথলিন বার্নস । কবিগুরু গেয়েছিলেন 'ওগো বিদেশিনী' ৷ বিদেশিনী ক্যাথলিন গাইলেন 'জাগরণে যায় বিভাবরী' ৷ এই গানের অ্যালবামের কাজেই তিনি কলকাতা এসেছেন ৷

বাংলা ভাষা না-জেনেও নির্ভুল বাংলা উচ্চারণ করে গানটি গেয়েছেন ক্যাথলিন বার্নস। যদিও এই সাফল্য তাঁর একার নয় ৷ কলকাতার বিশিষ্ট শিল্পী তথা ক্যাথলিনের বন্ধু অর্ঘ্যকমল চট্টোপাধ্যায় তাঁর সাফল্যের ভাগীদার। তাঁর মধ্য ইউরোপের শহর হাঙ্গেরি থেকে এই শহরে উড়ে এসেছেন ৷ এখানেই অর্ঘ্যকমল ও 'বিদেশিনী' ক্যাথলিন দ্বৈত কন্ঠেই গেয়েছন 'জাগরণে যায় বিভাবরী'।

সালটা ছিল 2017 ৷ কলকাতার অর্ঘ্যকমল চট্টোপাধ্যায়ের সঙ্গে আলাপ হয়েছিল ক্যাথলিন বার্নসের। ক্যাথলিন একজন লেখিকা ও সঙ্গীতশিল্পী। অন্যদিকে কলকাতার অর্ঘ্যকমল চট্টোপাধ্যায় একাধারে গায়ক এবং কম্পোজার। বিশিষ্ট শিল্পী নচিকেতা চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন মঞ্চে যন্ত্রানুসঙ্গত করেছেন অর্ঘ্যকমল। কলকাতায় বাংলা নাটক ডট কমের একটি ইভেন্টে তাঁর স আলাপ হয়েছিল ক্যাথলিনের। একটি ছোটখাটো কাজও করেছিলেন। তারপর থেকেই পরিকল্পনা চলতে থাকে বড় কিছু করার । কিন্তু 2020 সালে কোভিডের কারণে সেশই সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। যদিও সঙ্গীত নিয়ে দুই বন্ধুর কথা চলতে থাকে । সম্প্রতি ক্যাথলিন বার্নস অর্ঘ্যকমলকে জানায়, সে কলকাতায় আসতে চায়। শুধু তাই নয় অর্ঘ্যকমলের সঙ্গে একটি বাংলা গানের অ্যালবাম করতে চায়। এরপরই দু’জনে উদ্যোগী হয়ে শুরু করেন বাংলা গান ৷

বাংলায় বিদেশিনী ক্যাথলিন (নিজস্ব ছবি)

অর্ঘ্যকমল ইটিভি ভারতকে জানিয়েছেন, "ক্যাথলিন যখন বাংলা গান গাইতে চেয়েছিলেন, তখনই ভেবেছিলাম, রবীন্দ্রনাথের গানই গাওয়াব তাঁকে দিয়ে । আমি বেশ কয়েকটি গান ওনাকে গেয়ে পাঠাই। তার মধ্যে জাগরণে যায় বিভাবরী ওনার খুব পছন্দ হয়। এরপর মিউজিকের ব্যবস্থা করার পাশপাশি ফোনে ক্যাথলিনকে গান তোলানোর কাজ চলতে থাকে। তারপর উনি আসেন। সম্পূর্ণ একটি মিউজিক ভিডিয়ো রিলিজ হয়। নির্ভুল বাংলা উচ্চারণে ক্যাথলিন গানটি গেয়েছেন অবাক হয়ে গেছি নিজেই ৷

এই মিউজিক ভিডিয়োতে খুব আনন্দ করে করেছেন ক্যাথলিন। সারা কলকাতা ছুটে বেরিয়েছেন। উত্তর কলকাতার পুরোনো পাড়া থেকে শুরু ক'রে কুমোরটুলি, গঙ্গার ধার কিমবা মাটির ভাঁড়ে চা, কলকাতাকেই যেন ভালোবেসে ফেলেছেন ক্যাথলিন। আর ক্যাথলিন নিজে জানিয়েছেন "কলকাতায় এসে বাংলা গান রেকর্ড করে অদ্ভূত একটা ভালোলাগায় মিশে গেছি। কী প্রাণ আছে এই শহরটায়। আরও বারবার আসব ফিরে।" ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে ক্যাথলিন ও অর্ঘ্যকমলের সেই গান। হাঙ্গেরিতেও বেশ চর্চা চলছে গানটি নিয়ে।

আরও পড়ুন:

  1. রাহুল রায়ের লিপে বাংলা রোম্যান্টিক গান, শেষ উত্তরবঙ্গের শুটিং পর্ব
  2. 'মায়ের কোল শূন্য করো না', ডায়মন্ড হারবারে শান্তিপূর্ণ ভোটের বার্তা বাউল শিল্পীর
  3. গান-কবিতায় 'ওয়ার্ল্ড হেরিটেজ' শান্তিনিকেতনে রবীন্দ্রজয়ন্তী উদযাপন
Last Updated : May 22, 2024, 12:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details