আসানসোল, 22 মে: 'আহা কি জাদু আছে এই বাংলা গানে, গান গেয়ে মাঝি দাঁড় টানে!' এই ভাষার টানই আলাদা ৷ সেই বাংলা গানের টানে সুদূর হাঙ্গেরি থেকে কলকাতায় ছুটে এলেন লেখিকা ও শিল্পী ক্যাথলিন বার্নস । কবিগুরু গেয়েছিলেন 'ওগো বিদেশিনী' ৷ বিদেশিনী ক্যাথলিন গাইলেন 'জাগরণে যায় বিভাবরী' ৷ এই গানের অ্যালবামের কাজেই তিনি কলকাতা এসেছেন ৷
বাংলা ভাষা না-জেনেও নির্ভুল বাংলা উচ্চারণ করে গানটি গেয়েছেন ক্যাথলিন বার্নস। যদিও এই সাফল্য তাঁর একার নয় ৷ কলকাতার বিশিষ্ট শিল্পী তথা ক্যাথলিনের বন্ধু অর্ঘ্যকমল চট্টোপাধ্যায় তাঁর সাফল্যের ভাগীদার। তাঁর মধ্য ইউরোপের শহর হাঙ্গেরি থেকে এই শহরে উড়ে এসেছেন ৷ এখানেই অর্ঘ্যকমল ও 'বিদেশিনী' ক্যাথলিন দ্বৈত কন্ঠেই গেয়েছন 'জাগরণে যায় বিভাবরী'।
সালটা ছিল 2017 ৷ কলকাতার অর্ঘ্যকমল চট্টোপাধ্যায়ের সঙ্গে আলাপ হয়েছিল ক্যাথলিন বার্নসের। ক্যাথলিন একজন লেখিকা ও সঙ্গীতশিল্পী। অন্যদিকে কলকাতার অর্ঘ্যকমল চট্টোপাধ্যায় একাধারে গায়ক এবং কম্পোজার। বিশিষ্ট শিল্পী নচিকেতা চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন মঞ্চে যন্ত্রানুসঙ্গত করেছেন অর্ঘ্যকমল। কলকাতায় বাংলা নাটক ডট কমের একটি ইভেন্টে তাঁর স আলাপ হয়েছিল ক্যাথলিনের। একটি ছোটখাটো কাজও করেছিলেন। তারপর থেকেই পরিকল্পনা চলতে থাকে বড় কিছু করার । কিন্তু 2020 সালে কোভিডের কারণে সেশই সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। যদিও সঙ্গীত নিয়ে দুই বন্ধুর কথা চলতে থাকে । সম্প্রতি ক্যাথলিন বার্নস অর্ঘ্যকমলকে জানায়, সে কলকাতায় আসতে চায়। শুধু তাই নয় অর্ঘ্যকমলের সঙ্গে একটি বাংলা গানের অ্যালবাম করতে চায়। এরপরই দু’জনে উদ্যোগী হয়ে শুরু করেন বাংলা গান ৷