কামারহাটি, 11 ফেব্রুয়ারি: বহুতল হেলে পড়ার পর অবৈধভাবে তৈরি বাড়ি ও বহুতলগুলির বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ কামারহাটি পুরসভার। বেআইনিভাবে গড়ে ওঠা 57টি বহুতল একসঙ্গে ভেঙে ফেলার নজিরবিহীন নির্দেশ দেওয়া হল পুরসভার তরফে। পুরসভার বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হওয়ার পর এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। শীঘ্রই তার কাজ শুরু হবে!
পুরসভা সূত্রে খবর, 1 থেকে 7 নম্বর ওয়ার্ডের মধ্যে এরকম 57টি বহুতল রয়েছে। যেগুলির বৈধ কোনও অনুমতি নেই। বহুতলগুলির নকসাও প্রদান করা হয়নি পুরসভাকে। সেই সমস্ত বহুতলগুলি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে পুর কর্তৃপক্ষ।
অবৈধভাবে বাড়ি তৈরি নিয়ে যখন রাজ্যের একাধিক পুরসভা ও পুরনিগম প্রশ্নের মুখে পড়েছে, তখন কার্যত এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল কামারহাটি পুরসভা। পুর কর্তৃপক্ষের দাবি, এই 57টি বহুতলের মধ্যে 17টি বহুতলের মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। ইতিমধ্যে 7 নম্বর ওয়ার্ডের ধোবিয়া বাগান এলাকায় একটি বহুতল ভাঙার কাজও শুরু করে দিয়েছে পুরসভা।
- এই বিষয়ে কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এই সব বহুতলের মালিকদের নোটিশ দেওয়া হচ্ছিল পুরসভার তরফে। পরপর তিনবার নোটিস দিয়ে ডাকা হয়েছিল তাদের। বারবার বলা হলেও ওই বহুতলের মালিকরা হাজিরা দেননি।
- পুরসভার চেয়ারম্যানের দাবি, ওই বহুতলগুলি সম্পূর্ণ বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে এবং তার কোনও নকশা দেওয়া হয়নি পুরসভাকে। কোনও অনুমতিও নেওয়া হয়নি। আপাতত বহুতলগুলি বিপজ্জনক অবস্থায় থাকায়, সেগুলি ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।