কাজ প্রায় শেষ ! কালীপুজোর আগেই কি চালু হচ্ছে কালীঘাট মন্দিরের স্কাইওয়াক ?
জানা গিয়েছে, এই স্কাইওয়াকের কাজ প্রায় শেষ পর্যায়ে থাকলেও আরজি কর কাণ্ডের জেরে উদ্বোধন থমকে ছিল। কালীঘাট মন্দিরের স্কাইওয়াক উদ্বোধন হওয়ার কথা ছিল অগস্ট মাসেই।
কলকাতা, 17 অক্টোবর:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের কালীঘাট স্কাইওয়াক শীঘ্রই সাধারণ মানুষের জন্য খুলতে চলেছে। দীপাবলির উৎসবে কালীঘাটে আসা অগণিত ভক্তের জন্য নতুন উপহারের প্রস্তুতি চলছে জোর কদমে । কলকাতা পুরসভা সূত্রে খবর, চলতি মাসে শেষে, সম্ভবত 28 অক্টোবর কালীঘাট মন্দিরের স্কাইওয়াক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, এই স্কাইওয়াকের কাজ প্রায় শেষ পর্যায়ে থাকলেও আরজি কর কাণ্ডের জেরে উদ্বোধন থমকে ছিল। কালীঘাট মন্দিরের স্কাইওয়াক উদ্বোধন হওয়ার কথা ছিল অগস্ট মাসেই। তবে আরজি কর কাণ্ডে রাজ্য-রাজনীতি তোলপাড় হওয়াতে সেই আবহে এমন একটা কর্মকাণ্ডের উদ্বোধন থেকে সাময়িক বিরত থাকছে চেয়েছে প্রশাসন। তবে চলতি মাসেই শেষমেষ উদ্বোধন হচ্ছে বলে খবর ।
কলকাতা পুরসভা সূত্রে খবর, 26 অক্টোবর এই স্কাইওয়াকের সমস্ত কাজ শেষ হয়ে যাবে। তার পরেই কলকাতা কর্পোরেশনের পৌর কমিশনার একটি প্রতিনিধি দল নিয়ে গোটা বিষয় পরিদর্শন করে দেখবেন ৷ সব কিছু ঠিকঠাক থাকলে তার পরই মিলবে কালীঘাট মন্দিরের স্কাইওয়াক চালু করার ছাড়পত্র ৷
দীর্ঘ টালবাহানার জেরে স্কাইওয়াকের কাজ ব্যাপক দেরি হয়েছে। প্রায় তিন বছরের মাথায় সেই কাজ শেষ হয়েছে । স্কাইওয়াকে ঢোকা ও বের হওয়ার মুখে মন্দিরের সঙ্গে সামঞ্জস্য রেখে নকশা তৈরি করা হচ্ছে। পাঁচটি চূড়া থাকছে এই স্কাইওয়াকে। দক্ষিণেশ্বর স্কাই ওয়াকের আদলেই লিফট থেকে শুরু করে বৈদ্যুতিন সিরি, সব ব্যবস্থাই থাকছে এখানে । এসপি মুখার্জি রোড থেকে কালীঘাট মন্দিরের কাছে কালী টেম্পল রোডে শেষ হচ্ছে 450 মিটার দীর্ঘ এই স্কাইওয়াক । সব মিলিয়ে পাঁচ জায়গায় যাতায়াতের পথ করা হয়েছে।
ইতিমধ্যেই মন্দির সংস্কারের কাজ শেষ হয়েছে। 2021 সালের অক্টোবর মাসেই দক্ষিণেশ্বরের মতো স্কাইওয়াকের কাজে হাত দেয় পৌর প্রশাসন। তবে এই স্কাইওয়াক তৈরি যাত্রাপথ এতটাও সুগম ছিল না। বারে বারে থেমেছে কাজ ৷ নির্ধারিত সময়ে কাজ শেষ করতে বারে বারে ব্যর্থ হয়েছে পৌর প্রশাসন । এর জেরে মুখ্যমন্ত্রী নিজেও উষ্মা প্রকাশ করেন। তৈরি হয় বিশেষ কমিটি। সময় নষ্ট হওয়ার জেরে স্কাইওয়াক তৈরির খরচ 77 কোটি টাকা থেকে বেড়ে 90 কোটিরও বেশি দাঁড়ায়। কলকাতা পুরসভার তরফে স্কাইওয়াক তদারকির অন্যতম ব্যক্তি মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার জানিয়েছেন, স্কাইওয়াকের কাজ শেষ। এবার ভাল দিন দেখে মুখ্যমন্ত্রীর সুবিধা অনুযায়ী উদ্বোধন করা হবে।