সল্টলেক, 14 সেপ্টেম্বর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা চেয়ে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের প্রস্তাবে সায় মুখ্যসচিবের ৷ কালীঘাটে বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে ৷ সেই মতো সেখানে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা ৷ এর আগে মুখ্যমন্ত্রীর উপস্থিতি এবং দু’তরফের সহমতে স্বচ্ছতার সঙ্গে নিজেদের পাঁচদফা দাবি নিয়ে আলোচনার প্রস্তাব পাঠানো হয় জুনিয়র ডাক্তারদের তরফে ৷
উল্লেখ্য, আজ দুপুর একটা নাগাদ স্বাস্থ্য ভবনের বাইরে ধরনা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলে যান ৷ তবে, মুখ্যমন্ত্রীর কথায় বরফ গলছে না-বলে জানিয়ে দেন জুনিয়র ডাক্তাররা ৷ পাঁচদফা দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা ৷ সেই সঙ্গে মুখ্য়মন্ত্রীর সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা ৷ তাঁরা জানিয়েছেন, নিজেদের মধ্যে আলোচনা করে তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে রাজি রয়েছেন ৷ সেক্ষেত্রে সরকারও যাতে দ্রুত তাঁদের আলোচনার টেবিলে বসার সুযোগ করে দেয় ৷
তার আগে অবশ্য নিজেরা আলোচনা করে নিতে চেয়েছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ৷ সেই আলোচনার পরেই, মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে একটি ইমেল পাঠানো হয়েছে নবান্নে ৷ সেই ইমেলে জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রী ধরনা মঞ্চে আসায়, তাঁকে ধন্যবাদও জানিয়েছেন ৷ সেখানে বলা হয়েছে, "আমরা কৃতজ্ঞ যে আপনি এই প্রতিকূল আবহাওয়ায়, আমাদের মাঝে এসে একটি ব্যতিক্রমী ভাবমূর্তি দেখিয়েছেন এবং আমাদের নিয়ে আপনার চিন্তা ব্যক্ত করেছেন ৷ আমরা এটিকে আমাদের পাঁচ দফা দাবির প্রেক্ষিতে একটি ইতিবাচক পদক্ষেপ হিসাবে গ্রহণ করছি ৷ যার জন্য আমরা গত পঁয়ত্রিশ দিন ধরে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছি ৷"
ইমেলে আলোচনার বিষয় নিয়ে বলা হয়েছে, "আমরা আপনার এবং আমাদের পর্যাপ্ত প্রতিনিধিদের উপস্থিতিতে আলোচনায় বসতে অধীর আগ্রহে অপেক্ষা করছি ৷ যেখানে দু’তরফের সহমত এবং স্বচ্ছতার সঙ্গে আলোচনা হবে ৷ এই অচলাবস্থা কাটাতে আমরা আপনার ইতিবাচক জবাবের অপেক্ষায় রয়েছি ৷ দয়া করে এই বৈঠকের সময় ও জায়গা আমাদের জানানো হোক ৷"