শিলিগুড়ি, 2 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডে উত্তাল গোটা রাজ্য । দুর্নীতিগ্রস্থ চিকিৎসকদের বিরুদ্ধে সরব হয়েছে চিকিৎসকমহল । এরই মাঝে এক অধ্যাপক চিকিৎসকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন জুনিয়র ডাক্তার ও হাউজ স্টাফরা । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ।
সম্প্রতি কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার রাজীব প্রসাদকে বদলি করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । ফরেনসিক মেডিসিন বিভাগের দায়িত্ব দেওয়া হয় তাঁকে । অধ্যাপক পদে যোগ দিতেই তাঁকে ওই বিভাগের বিভাগীয় প্রধান করা হয় । যা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তারদের মধ্যে । সোমবার দুপুরে প্রথমে বিক্ষোভ ও পরে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ফরেন্সিক মেডিসিনের বিভাগীয় প্রধানের ঘরের দরজায় তালা ঝুলিয়ে বিক্ষোভে শামিল হন । এরপর তাঁরা ওই ঘটনার প্রতিবাদে কলেজের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহাকে স্মারকলিপি দেন তাঁরা ।