পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাঝে ব্যবধান সাতদিন, 180 ডিগ্রি বেঁকে মনোজের পাশে থাকার বার্তা জন বারলার - BJP Candidate list in Lok sabha

John Barla-Manoj Tigga: "বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা আলিপুরদুয়ারে সাড়ে তিন লক্ষ ভোটে জিতবে। বিজেপি আমার পরিবার। সবার হয়ে প্রচার করব ৷" সাতদিনের মধ্যে 180 ডিগ্রি ঘুরে মনোজের পাশে দাঁড়িয়ে বার্তা জন বারলার ৷ তবে কি মোদির সভার পর সুর নরম হল আলিপুরদুয়ারের সাংসদের ৷

মনোজের পাশে থাকার বার্তা জন বারলার
John Barla-Manoj Tigga

By ETV Bharat Bangla Team

Published : Mar 12, 2024, 8:33 PM IST

মনোজের পাশে থাকার বার্তা জন বারলার

আলিপুরদুয়ার, 12 মার্চ: "বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা আলিপুরদুয়ারে সাড়ে তিন লক্ষ ভোটে জিতবে। বিজেপি আমার পরিবার। সবার হয়ে প্রচার করব। এত বড় পরিবার নিয়ে অনেক সমস্যা হতেই পারে। আমার ভাই মনোজ। আগামীতে একসঙ্গে কাজ করব।" লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ারে টিকিট না-পেয়ে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা। মাঝে মাত্র সাত দিনের ব্যবধান। এরই মাঝে জন বারলা তাঁর অবস্থান থেকে 180 ডিগ্রি ঘুরে গিয়ে আলিপুরদুয়ারের বিজেপি মনোনীত প্রার্থী মনোজ টিগ্গার পাশে থাকার বার্তা দিলেন।

মঙ্গলবার আলিপুরদুয়ারে জংশনে রেলের একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন জন বারলা। তিনি আরও বলেন, "এত বড় পরিবারে মাঝেমধ্যে তুই তুকারি হয়ে যায়। আমি এই পরিবারের মনোজের অভিভাবক। অভিভাবক হয়ে সবাইকে সামলাব। আমি যখন বলার তখন বলব। ভবিষ্যতে এই এলাকার উন্নয়ন জন বারলার হাত ধরেই হবে। মনোজের বিরুদ্ধে বিষোদগার করে ফের মনোজের পাশে দাঁড়ালেন জন বারলা। আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা বলেন, "আপনারা সংবাদমাধ্যম এটা নিয়ে ইস্যু করবেন না। বড় পরিবারে তুই-তুকারি হয়েই থাকে। প্রচারে আমি নেমে পড়েছি। মনোজের জন্যই আমি ভোটের প্রচারে নামব। সময় এলে সব পরিষ্কার হয়ে যাবে।"

গত কয়েক দিন আগেই আলিপুরদুয়ারের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা লোকসভার টিকিট না-পেয়ে অভিযোগ করেছিলেন, তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। তাঁকে টিকিট দেওয়া হয়নি। যিনি টিকিট পেয়েছেন মনোজ টিগ্গা তিনি চক্রান্তের একজন। জন বারলা আরও অভিযোগ করেছিলেন, তাঁর সমর্থকদের তিনি যা বলবেন সেখানেই তাঁরা ভোট দেবেন। যদিও আগেও জন বারলা বলেন, "আমি বিজেপিতে আছি বিজেপিতেই থাকব। টিকিট পেয়েও বলল না। টিকিট পাওয়ার আগেও বলল না। বারলা মনোজ টিগ্গার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে মাদারিহাট রেলওয়ে ষ্টেশনে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে গিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন তিনি।

আরও পড়ুন:

  1. জন বারলা কি তৃণমূলে যোগ দিচ্ছেন ? জল্পনা জিইয়ে রাখলেন মহুয়া গোপ
  2. আলিপুরদুয়ার লোকসভা আসন থেকে সরে দাঁড়াতে সরাসরি মনোজ টিগ্গাকে বললেন জন বারলা
  3. গোর্খাল্যান্ড নয়, উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবিতে কেপিপির সঙ্গে হাত মেলালো মোর্চা

ABOUT THE AUTHOR

...view details