পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বড় পরিবারে তু তু ম্যায় ম্যায় হয়, মোদির সভার পরই টিজ্ঞার উপর রাগ গলে জল বারলার ! - Lok Sabha Election 2024

John Barla tiff with Manoj Tigga ends: বিজেপি পরিবার বিশ্বের মধ্যে সবচেয়ে বড় পরিবার । আর বড় পরিবারের তু তু ম্যায় ম্যায় মাঝে মধ্যে হয় ৷ মনোজ টিজ্ঞাকে পাশে বসিয়ে এ কথা বললেন জন বারলা ৷ প্রধানমন্ত্রীর সভার পরই তাঁর যাবতীয় ক্ষোভ নিরসনের ইঙ্গিত মিলল ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Apr 8, 2024, 4:11 PM IST

Updated : Apr 8, 2024, 7:27 PM IST

মোদির সভার পরই টিজ্ঞার উপর রাগ গলে জল বারলার !

আলিপুরদুয়ার, 8 এপ্রিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সান্নিধ্যে আসার পরই সব রাগ গলে জল ! বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর যখন দেখা যায়, আলিপুরদুয়ারের বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বারলাকে টিকিট দেওয়া হয়নি, আর তাঁর কেন্দ্রে প্রার্থী হয়েছেন মনোজ টিজ্ঞা, তখন থেকেই প্রকাশ্যে আসে বারলার বিদ্রোহ ৷ অস্বস্তি বাড়ে বিজেপির অন্দরমহলে ৷ তবে রবিবার প্রধানমন্ত্রীর ধূপগুড়ির সভার পরদিনই কাছাকাছি বারলা ও টিজ্ঞা ৷ দিনকয়েক আগেই বিজেপি প্রার্থীকে আক্রমণ করলেও আজ নিজের বাড়িতে মনোজ টিজ্ঞাকে পাশে বসিয়ে জন বারলা বললেন, বিজেপির পরিবার বিশ্বের মধ্যে সবচেয়ে বড় পরিবার । আর বড় পরিবারে 'তু তু ম্যায় ম্যায়' মাঝে মধ্যে হয়েই থাকে ৷

আর জন বারলার বাড়িতে বসেই বিজেপির আলিপুরদুয়ার লোকসভা আসনের প্রার্থী মনোজ টিজ্ঞা বলেন, "আমার দৃঢ় বিশ্বাস ছিল জন বারলার আশীর্বাদ আমার মাথার উপর রয়েছে । সংবাদমাধ্যম বাড়িয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেছে । আগামিকাল থেকে আমরা দু'জন একসঙ্গে এলাকায় প্রচারে নামব এবং আমরা গত লোকসভা নির্বাচনে যেভাবে জয়লাভ করেছিলাম এবারও সেই অংকেই জয়লাভ করব । কারণ মানুষ আমাদের সঙ্গে রয়েছে, পাশে রয়েছে ।"

ক্ষোভ-বিক্ষোভ ভুলে তাঁরা যে আপাতত নির্বাচনে বিজেপির জয়কে পাখির চোখ করছেন, সে কথা বুঝিয়ে দেন জন বারলাও ৷ তিনি বলেন, "আমরা ময়দানে নেমে গিয়েছি । মোদির স্বপ্ন চারশো পার, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে আমরা একসঙ্গে ময়দানে নেমেছি ।" নিজেকে অভিভাবক হিসেবে দাবি করে আগামী দিনে একসঙ্গে কাজ করার কথা সংবাদমাধ্যমের সামনে জানান জন বারলা ।

বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকে জন বারলাকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছিল । কিন্তু রবিবার ধূপগুড়িতে প্রধানমন্ত্রীর সভার পর সোমবার সকালেই নিজের বাড়িতে মনোজ টিজ্ঞাকে পাশে বসিয়ে ভাই বলে অভিহিত করলেন তিনি । শুধু তাই নয়, একসঙ্গে দীর্ঘদিন চা বাগানের জন্য আন্দোলন করেছেন বলে জানালেন ৷ কাওয়াখালি, কোচবিহার বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রীর সভায় একই মঞ্চে তাঁরা দুজনেই ছিলেন বলে উল্লেখ করেন জন বারলা । আগামী দিনে চা বাগানের সমস্যা নিয়ে লড়াই চালিয়ে যাবেন বলে দাবি তাঁর । কে কী বলছে সেই বিষয়ে কান না দেওয়ার আর্জি জানিয়ে তিনি দাবি করেন যে, চা বাগানের শ্রমিকদের তাঁরা যা বলবেন তাঁরা তাই করবেন ।

আলিপুরদুয়ার লোকসভা আসনের অধিকাংশ এলাকাই চা বাগান অধ্যুষিত ৷ প্রায় 116টি চা বাগান রয়েছে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে । বিজেপি প্রার্থীর দাবি, এলাকায় তৃণমূলের দুর্নীতি মানুষ বুঝতে পেরেছে, সে কারণে মানুষ চায় একটি স্বচ্ছ সরকার ক্ষমতায় আসুক ।

আরও পড়ুন:

  1. জন বারলা কি তৃণমূলে যোগ দিচ্ছেন ? জল্পনা জিইয়ে রাখলেন মহুয়া গোপ
  2. আলিপুরদুয়ার লোকসভা আসন থেকে সরে দাঁড়াতে সরাসরি মনোজ টিগ্গাকে বললেন জন বারলা
  3. আলিপুরদুয়ারেই দুই জেলা সভাপতির লড়াই, চড়ছে ভোটের পারদ
Last Updated : Apr 8, 2024, 7:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details