আলিপুরদুয়ার, 8 এপ্রিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সান্নিধ্যে আসার পরই সব রাগ গলে জল ! বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর যখন দেখা যায়, আলিপুরদুয়ারের বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বারলাকে টিকিট দেওয়া হয়নি, আর তাঁর কেন্দ্রে প্রার্থী হয়েছেন মনোজ টিজ্ঞা, তখন থেকেই প্রকাশ্যে আসে বারলার বিদ্রোহ ৷ অস্বস্তি বাড়ে বিজেপির অন্দরমহলে ৷ তবে রবিবার প্রধানমন্ত্রীর ধূপগুড়ির সভার পরদিনই কাছাকাছি বারলা ও টিজ্ঞা ৷ দিনকয়েক আগেই বিজেপি প্রার্থীকে আক্রমণ করলেও আজ নিজের বাড়িতে মনোজ টিজ্ঞাকে পাশে বসিয়ে জন বারলা বললেন, বিজেপির পরিবার বিশ্বের মধ্যে সবচেয়ে বড় পরিবার । আর বড় পরিবারে 'তু তু ম্যায় ম্যায়' মাঝে মধ্যে হয়েই থাকে ৷
আর জন বারলার বাড়িতে বসেই বিজেপির আলিপুরদুয়ার লোকসভা আসনের প্রার্থী মনোজ টিজ্ঞা বলেন, "আমার দৃঢ় বিশ্বাস ছিল জন বারলার আশীর্বাদ আমার মাথার উপর রয়েছে । সংবাদমাধ্যম বাড়িয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেছে । আগামিকাল থেকে আমরা দু'জন একসঙ্গে এলাকায় প্রচারে নামব এবং আমরা গত লোকসভা নির্বাচনে যেভাবে জয়লাভ করেছিলাম এবারও সেই অংকেই জয়লাভ করব । কারণ মানুষ আমাদের সঙ্গে রয়েছে, পাশে রয়েছে ।"
ক্ষোভ-বিক্ষোভ ভুলে তাঁরা যে আপাতত নির্বাচনে বিজেপির জয়কে পাখির চোখ করছেন, সে কথা বুঝিয়ে দেন জন বারলাও ৷ তিনি বলেন, "আমরা ময়দানে নেমে গিয়েছি । মোদির স্বপ্ন চারশো পার, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে আমরা একসঙ্গে ময়দানে নেমেছি ।" নিজেকে অভিভাবক হিসেবে দাবি করে আগামী দিনে একসঙ্গে কাজ করার কথা সংবাদমাধ্যমের সামনে জানান জন বারলা ।