নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ যোগ্য চাকরিপ্রার্থীরা চাকরি পান, এই দাবিতে মহামিছিল কলকাতায় কলকাতা, 5 এপ্রিল: প্রখর রোদ ও গরম উপেক্ষা করেই ফের বঞ্চিত চাকরিপ্রার্থীরা রাজপথে নামলেন ৷ শুক্রবার নিয়োগের দাবিতে চাকরিপ্রার্থীরা কলেজ স্কোয়ার থেকে মিছিল করেন ধর্মতলা পর্যন্ত ৷ গ্রুপ-ডি থেকে এসএলএসটি, আপার প্রাইমারি-সহ একাধিক বঞ্চিত চাকরি প্রার্থীদের সংগঠন যৌথ মিছিল করে ৷ মিছিল শেষে পড়ানো হয় মানিক ভট্টাচার্যের কুশপুতুল ৷
এদিন সাতটি মঞ্চের ডাকে এই মহামিছিল হয় ৷ দক্ষিণ 24 পরগনার প্রাইমারি মঞ্চ, এনএসকিউএফ, শিক্ষক পরিবার যুব ছাত্র অধিকার মঞ্চ, নবম-দশম যুব ছাত্র অধিকার মঞ্চ, কর্মশিক্ষা, মাদ্রাসা পাশ প্রার্থী মঞ্চ, 2014 প্রাইমারি টেট, একতা মঞ্চের যৌথ কর্মসূচি ছিল ৷ মহামিছিলের কলেজ স্কোয়ার থেকে শুরু করে শহিদ মিনার পর্যন্ত যায় ৷
এদিন মিছিলে সামনে হাঁটেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ ৷ তিনি বলেন, "রাজ্য সরকারের বিভিন্ন দফতরে 6 লক্ষেরও বেশি শূন্যপদ রয়েছে ৷ সেই চাকরির পরীক্ষায় অনেকেই পরীক্ষা দিয়ে প্যানেলভুক্ত হয়ে রয়েছেন ৷ কিন্তু দীর্ঘদিন সরকার টালবাহানা করে যোগ্য চাকরিপ্রার্থীদের চাকরি দিচ্ছে না ৷ তাঁরা যাতে যত দ্রুত সম্ভব চাকরি পায় এবং শূন্যপদগুলি পূরণ হয়, রাজ্যের মানুষ যেন সরকারি পরিষেবা ঠিকঠাক পান, এই দাবি নিয়েই পথে নামা ৷"
যোগ্য চাকরিপ্রার্থীদের চাকরি না পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, "মেধাবীরা যদি রাস্তার পাশে বসে পড়েন, তাহলে রাজ্যের ছোট ছেলেমেয়েরা হতাশ হয়ে পড়বে ৷ তারা আর পড়াশোনা করে শিক্ষিত হওয়ার কথা ভাববে না ৷ এটা সরকারকে বোঝানো যাচ্ছে না ৷ সরকারের মনোযোগ, কীভাবে দানধ্যান করে ভোট কিনতে পারে ৷ এবারের ভোটটাকেও আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি ৷ মানুষের মৌলিক অধিকারগুলি সুরক্ষিত না-করলে ভোটে জেতা যাবে না ৷ সেই দিন পেরিয়ে গিয়েছে ৷ সরকারকে এবার সেটা বুঝতে হবে ৷"
বঞ্চিত চাকরিপ্রার্থীদের তরফে আশিষ খামরুই বলেন, "সরকার বলছে, আইনি জটিলতার জন্য চাকরি দিচ্ছি না ৷ এটা সর্বৈব মিথ্যা ৷ একাধিক মঞ্চ আছে, যেখানে কোনও আইনি জটিলতা নেই ৷ সরকারের সদিচ্ছা থাকলে আইনি জটিলতা কাটিয়ে নিয়োগ করা যেত ৷ এতদিন ধরে আমরা মাননীয়া মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি ৷ আজও তা করছি ৷ মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, আগে নিয়োগ, তারপরে ভোট ৷"
আজকের এই সাতটি মঞ্চের ডাকে একত্রিত হয়ে মহামিছিলের একাধিক দাবি নিয়ে কলকাতার রাজপথে নামে ৷ বঞ্চিতদের নিয়োগের ক্ষেত্রে মিথ্যা প্রতিশ্রুতি ও সব নিয়মেই আইনি জটিলতার দোহাই দিয়ে চাকরির ন্যায্য দাবিদারদের বঞ্চিত করছে রাজ্য সরকার ৷ বিগত আট বছরে শিক্ষকের কোনও নিয়োগ নেই ৷ করোনাকালে অনেকের চাকরির বয়সও পেরিয়ে গিয়েছে ৷ বয়সের ছাড়ের দাবি সেই সঙ্গে স্বচ্ছতার সঙ্গে নিয়োগের দাবিকে সামনে রেখেই এই মহামিছিল ৷ নিয়োগ দুর্নীতির দুষ্কৃতীদের অবিলম্বে কঠোর থেকে কঠোর শাস্তির দাবিতে আজকের এই মিছিল ৷ প্রসঙ্গত এর আগেও একাধিক ধরনের মিছিল করে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা ৷ মাথার চুল কমানো থেকে রাস্তায় হামাগুড়ি দেওয়া, ভিক্ষে করার পাত্র হতে নিয়ে প্রতিবাদ, বিভিন্নভাবে প্রতিবাদ করেছে চাকরিপ্রার্থীরা ৷
আরও পড়ুন:
- চাকরিপ্রার্থীদের বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড
- 'অনেক ছেলেমেয়ের চাকরি খেয়েছেন, জনগণ বিচার করবে', অভিজিৎকে আক্রমণ মমতার