কলকাতা, 24 এপ্রিল: মধ্যশিক্ষা পর্ষদে গিয়ে সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করল সদ্য চাকরিহারাদের 7 সদস্য ৷ 22 এপ্রিল কলকাতা হাইকোর্টের 282 পৃষ্ঠার রায়ের ভিত্তিতে মধ্যশিক্ষা পর্ষদের অবস্থান কী ? চাকরিহারাদের একাংশের অভিযোগ, আদালত যোগ্য ও অযোগ্য সবার চাকরি বাতিল করেছে ৷ এতে বিপাকে পড়েছেন যোগ্য শিক্ষক-শিক্ষিকারা ৷
মঙ্গলবার সন্ধ্যায় পর্ষদ সভাপতির সঙ্গে সাত সদস্যের ঘণ্টাখানেক বৈঠক হয় ৷ বৈঠক শেষে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, "আদালতের রায় নিয়ে আমাদের মধ্যে কথা হয় ৷ সুপ্রিম কোর্টের অর্ডার ছিল, সেই অনুযায়ী কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নোটিশ দিয়েছিল ৷ সেই নোটিশ নিয়ে আলোচনা হয়েছে ৷ পাশাপাশি আমরা আমাদের অবস্থানের কথা জানিয়েছি ৷ খুব শীঘ্রই আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি ৷ বিচার দিতে গিয়ে কারও সঙ্গে অবিচার হতে দেব না ৷"
স্কুল সার্ভিস কমিশনের পর মধ্যশিক্ষা পর্ষদের মুখেও শোনা গিয়েছিল সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ৷ তারপর মঙ্গলবার শহিদ মিনারে সদ্য চাকরিহারারা জানিয়েছে শীর্ষ আদালতের কথা ৷ এদিন সন্ধ্যায় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে ছিলেন তৃণমূল শিক্ষক সংগঠনের কয়েকজন ৷ সদ্য চাকরিহারাদের তরফে আজহারউদ্দিন হালদার বলেন, "আমাদের কষ্টটা দেখলাম পর্ষদ সভাপতি বুঝতে পারছেন ৷ তাঁরাও সুপ্রিম কোর্টে যাবেন ৷ আমাদের তরফেও সুপ্রিম কোর্টে যাওয়া হবে ৷"