আসানসোল, 29 ডিসেম্বর: বহু বছর হল আসানসোলে ফিল্ম ফেস্টিভ্যাল বন্ধ হয়ে গিয়েছে । এবার আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির উদ্যোগে তা আবার ফিরে আসছে । আগামী 4 ফেব্রুয়ারি থেকে চারদিন ধরে আসানসোলে ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জিতেন্দ্র । তবে এর আগে আসানসোল রবীন্দ্রভবনে এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হত । আসানসোল পৌরনিগমের নিজস্ব প্রেক্ষাগৃহ পেতে কোনও জটিলতা সৃষ্টি না হলে সেখানেই এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জিতেন্দ্র ।
সাংবাদিক সম্মেলন করে জিতেন্দ্র তিওয়ারি জানান, আগামী 4 ফেব্রুয়ারি থেকে আসানসোলে একটি বৃহৎ সাংস্কৃতিক উৎসব করা হবে । কালচারাল অ্যান্ড লিটারেসি ফোরামের ব্যানারেই এই উৎসব হবে । এই উৎসবে যেমন স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করবেন, তেমনি তার পাশাপাশি কলকাতার নামী শিল্পীরাও আসবেন বলে জানিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি । তবে এই উৎসবের অন্যতম আকর্ষণ ফিল্ম ফেস্টিভ্যাল । চারদিন ধরে সাংস্কৃতিক উৎসবের পাশাপাশি এই ফিল্ম ফেস্টিভ্যাল চলবে ।
স্বভাবতই অরাজনৈতিকভাবে সাংস্কৃতিক উৎসব ও ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে যখন তখন প্রশ্ন উঠছে আসানসোলের সাংসদ তথা চিত্র তারকা শত্রুঘ্ন সিনহা ও প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয় কি এই উৎসবে ডাক পাবেন ?