পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জিতেন্দ্র'র উদ্যোগে আসানসোলে ফিরছে ফিল্ম ফেস্টিভ্যাল, আমন্ত্রিত হবেন শত্রুঘ্ন-বাবুলও - ASANSOL FILM FESTIVAL 2025

ফের চলচ্চিত্র উৎসবের হতে চলেছে আসানসোল ৷ প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা দিলেন আশ্বাস ৷ কবে থেকে কোথায় হবে, সাংবাদিক সম্মেলনে জানালেন সে কথাও ৷

Jitendra Tiwari Press Conference
সাংবাদিক বৈঠকে জিতেন্দ্র তিওয়ারি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Dec 29, 2024, 5:15 PM IST

আসানসোল, 29 ডিসেম্বর: বহু বছর হল আসানসোলে ফিল্ম ফেস্টিভ্যাল বন্ধ হয়ে গিয়েছে । এবার আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির উদ্যোগে তা আবার ফিরে আসছে । আগামী 4 ফেব্রুয়ারি থেকে চারদিন ধরে আসানসোলে ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জিতেন্দ্র । তবে এর আগে আসানসোল রবীন্দ্রভবনে এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হত । আসানসোল পৌরনিগমের নিজস্ব প্রেক্ষাগৃহ পেতে কোনও জটিলতা সৃষ্টি না হলে সেখানেই এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জিতেন্দ্র ।

সাংবাদিক সম্মেলন করে জিতেন্দ্র তিওয়ারি জানান, আগামী 4 ফেব্রুয়ারি থেকে আসানসোলে একটি বৃহৎ সাংস্কৃতিক উৎসব করা হবে । কালচারাল অ্যান্ড লিটারেসি ফোরামের ব্যানারেই এই উৎসব হবে । এই উৎসবে যেমন স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করবেন, তেমনি তার পাশাপাশি কলকাতার নামী শিল্পীরাও আসবেন বলে জানিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি । তবে এই উৎসবের অন্যতম আকর্ষণ ফিল্ম ফেস্টিভ্যাল । চারদিন ধরে সাংস্কৃতিক উৎসবের পাশাপাশি এই ফিল্ম ফেস্টিভ্যাল চলবে ।

জিতেন্দ্র তিওয়ারির বক্তব্য (ইটিভি ভারত)

স্বভাবতই অরাজনৈতিকভাবে সাংস্কৃতিক উৎসব ও ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে যখন তখন প্রশ্ন উঠছে আসানসোলের সাংসদ তথা চিত্র তারকা শত্রুঘ্ন সিনহা ও প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয় কি এই উৎসবে ডাক পাবেন ?

উত্তরে জিতেন্দ্র তিওয়ারি বলেন, "অবশ্যই চিত্রতারকা ও শিল্পী হিসেবে আমরা শত্রুঘ্ন সিনহা ও বাবুল সুপ্রিয়কে আমন্ত্রণ জানাব । তবে সেখানে আরও অনেকেই থাকবেন, তাঁদের সঙ্গে ওনাদের মঞ্চ ভাগ করতে অসুবিধা না হলে আমাদেরও নেই ।"

এর আগে কলকাতায় সঙ্গীত মেলা করেছিলেন জিতেন্দ্র তিওয়ারি । সেই সময় নানান রাজনৈতিক জটিলতা সৃষ্টি হয়েছিল । এক্ষেত্রেও আসানসোল পৌরনিগম পরিচালিত আসানসোল রবীন্দ্রভবন পেতে তাদের অসুবিধা হবে না তো ?

এই বিষয়ে জিতেন্দ্র তিওয়ারি বলেন, "আমরা ফর্ম ফিল আপ করেছি । মনে হয় না ভালো কাজে ওনারা বাধা দেবেন । তাছাড়া এই উৎসবে সবাই আসবেন । ওনাদের পরিবারের লোকেরাও এই উৎসবে এসে আনন্দ করবেন । আসুন সংস্কৃতির স্বার্থে সবাই এক হই ।"

ABOUT THE AUTHOR

...view details