ঝাড়গ্রাম, 12 অগস্ট: হাসপাতালে চিকিৎসাধীন রোগীকে রক্ত দিয়ে তাঁর প্রাণ বাঁচালেন হাসপাতালেরই এক নার্স । তাঁর এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন চিকিৎসক ও রোগীর আত্মীয়রা ৷
রক্তদান করে রোগীর জীবনদান ঝাড়গ্রাম হাসপাতালের নার্সের (নিজস্ব ভিডিয়ো) চিকিৎসাধীন রোগীর অনবরত রক্তক্ষরণ হয়ে চলেছে । ব্লাড গ্রুপ ও নেগেটিভ । ঝাড়গ্রাম জেলার তিনটি ব্লাড সেন্টারের কোথাও ও নেগেটিভ রক্ত নেই । খুঁজে পাওয়া যাচ্ছে না ও নেগেটিভ রক্তের ডোনারও । এই অবস্থায় রোগীর জীবন বাঁচাতে রক্ত দিলেন ঝাড়গ্রাম সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নার্স মৌসুমি ওঝা ।
জানা গিয়েছে, রবিবার ঝাড়গ্রাম সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এন্টিনেটাল ওয়ার্ডে ভর্তি হন এক মহিলা ৷ তাঁর নাম রেখা মাহাতো ৷ ক্রমাগত রক্তক্ষরণ হচ্ছিল সেই রোগীর ৷ যে পরিমাণে রক্তক্ষরণ হয়েছে, রোগীকে বাঁচানোর জন্য অবিলম্বে তাঁকে রক্ত দেওয়া ছিল আবশ্যিক । রোগীর ও নেগেটিভ রক্ত কোথাও না-পাওয়ায় নার্স মৌসুমি ওঝা স্বেচ্ছায় সোমবার দুপুরে ঝাড়গ্রাম ব্লাড সেন্টারে গিয়ে রক্তদান করেন ।
ঝাড়গ্রাম সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নার্স মৌসুমি ওঝা বলেন, "রোগীটির প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছিল । অবিলম্বে তাঁকে রক্ত দিতে হবে । তাঁর ও নেগেটিভ রক্ত কোথাও পাওয়া যাচ্ছিল না । যেহেতু আমারও ও নেগেটিভ রক্ত, তাই আমিই তাঁকে রক্ত দেব বলে সিদ্ধান্ত নিই ৷ এরপর ব্লাড সেন্টারে গিয়ে রক্তদান করি ৷ আমাদের কেবলমাত্র রোগীকে সেবা করাই দায়িত্ব নয়, তাঁদের জীবন রক্ষা করাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে ৷ তাই রক্ত দেওয়ার ব্যাপারে এতটুকুও দ্বিধাবোধ করিনি ৷"
মৌসুমির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ভলেন্টারি ব্লাড ডোনার ফোরাম । তাদের আবেদন, এই নার্সের মতোই এগিয়ে আসুন অন্যান্যরাও ৷ রক্তদান করে বাঁচিয়ে তুলুন মুমুর্ষু রোগীকে ৷