জঙ্গিপুর, 5 মে: মুর্শিদাবাদ জেলার তিনটি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম জঙ্গিপুর। আর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের কথা উঠলে প্রথমেই যাঁর নামটি মাথায় আসে, তিনি হলেন প্রণব মুখোপাধ্যায় ৷ সাড়ে তিন দশকের বামদুর্গে ফাটল ধরিয়ে 2004, 2009 টানা দু'বার জঙ্গিপুর থেকে জিতেই সাংসদ হয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি ৷ পরবর্তীতে 2012 উপনির্বাচন এবং 2014 নির্বাচনে জিতে বাবার উত্তরাধিকার সামলিয়েছিলেন পুত্র অভিজিৎ ৷ তবে পালা বদলায় উনিশে ৷ একদা বামেদের গড় জঙ্গিপুরে ফোটে ঘাসফুল ৷ বিদায়ী সাংসদ খলিলুর রহমানে এবারেও ভরসা রেখেছে শাসকদল ৷ তবে কুর্সি কতোটা পোক্ত তাঁর? খোঁজ নিল ইটিভি ভারত ৷
ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের তরফে সাজাহান বিশ্বাসকে প্রার্থী করা হলেও বিড়ি শ্রমিক এবং সংখ্যালঘু অধ্যুষিত জঙ্গিপুরে লড়াই মূলত ত্রিমুখী ৷ এবারও ঘাসফুলের প্রার্থী খলিলুর রহমান ৷ জঙ্গিপুরে এবার আসন সমঝোতায় অধীরের ভরসা লালগোলার সাতবারের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী আবদুস সাত্তারের নাতি মর্তুজা হোসেন ওরফে বকুল ৷ জঙ্গিপুরে বিজেপি প্রার্থী ধনঞ্জয় বিশ্বাস এবং নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আশাদুল বিশ্বাস ৷ যিনি আবার সাগরদিঘির তৃণমূল বিধায়ক বাইরনের বিশ্বাসের সম্পর্কে ভাই।
সে যাইহোক ৷ জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত নবগ্রাম বিধানসভা কেন্দ্রে আদিবাসী ভোটার সংখ্যা 8%। আদিবাসী ভোট কোনদিকে যাবে, সেদিকে নজর রেখেও বলা যায় জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে নির্ধারক হতে চলেছে সংখ্যালঘু ভোট ৷ সুতরাং, লড়াইটা বেশ হাড্ডাহাড্ডিই হবে ৷ যদিও সমস্ত পারমুটেশন-কম্বিনেশন পেরিয়ে টানা দ্বিতীয়বার খলিলুর জিতবেন নাকি পাশা পালটাবে, উত্তর দেবে সময় ৷