জঙ্গিপুর, 12 ডিসেম্বর: জয়নগরের পর এবার ফরাক্কা ৷ নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনায় 59 দিনের মাথায় বৃহস্পতিবার মুর্শিদাবাদের ফরাক্কায় দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করলেন জঙ্গিপুর মহকুমা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক অমিতাভ মুখোপাধ্যায় ৷ পুলিশের দাবি, একজন সরাসরি ঘটনাটি ঘটিয়েছে । অন্যজন তাকে সাহায্য করেছে।
জানা গিয়েছে, পুজোয় নাবালিকা মামার বাড়িতে এসেছিল ৷ 13 অক্টোবর সেখানে সমবয়সিদের সঙ্গে খেলায় সময় হঠাৎ সে নিখোঁজ হয়ে যায় ৷ পরে অভিযোগ ওঠে, এক ব্যক্তি তাকে প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে যায় ৷ নাবালিকাকে ডেকে নিয়ে যাওয়ার সাক্ষী ছিল তার বন্ধুরা ৷
এরপর অভিযুক্তর বাড়ি থেকে নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার হয় ৷ সেদিনই মূল অভিযুক্ত দীনবন্ধুকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷ পরে 19 অক্টোবর শুভজিৎ হালদারকে গ্রেফতার করে পুলিশ ৷ পুলিশের দাবি, নাবালিকাকে খুন ও তার উপর যৌন নির্যাতন চালাতে দীনবন্ধুকে সাহায্য করেছিল শুভজিৎ ।
এই ধর্ষণ ও খুনের ঘটনার 21 দিন পর 5 নভেম্বর 622 পাতার চার্জশিট জমা দেয় ফরাক্কা থানার পুলিশ । এদিন মূল দুই অভিযুক্ত দীনবন্ধু হালদার ও শুভজিৎ হালদার ওরফে শুভকে আদালতে হাজির করা হয়েছিল ৷ দু'জনের বিরুদ্ধে ধর্ষণ, খুন, খুনের পর ধর্ষণ ও প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানা গিয়েছে ৷ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, "দু'জনকে দোষী সাব্যস্ত করেছেন বিচারক ৷ আগামিকাল (13 ডিসেম্বর) সাজা ঘোষণা হবে ৷"