বন্যার ফলে উঁচু হয়েছে তিস্তার নদীবক্ষ (ইটিভি ভারত) জলপাইগুড়ি, 20 মে: সিকিমের বিধ্বংসী বন্যার ফলে উঁচু হয়ে গিয়েছে তিস্তার নদীবক্ষ। প্রায় দেড় মিটার তিস্তার রিভার বেড উঁচু হয়ে যাওয়ায় উদ্বিগ্ন সেচ দফতর ! শুধু তাই নয়, অনেক বাঁধ নীচু হয়ে গিয়েছে ৷ এখন সেই সকল বাঁধগুলি উঁচু করতে হচ্ছে সেচ দফতরকে । কিছু স্পারের মাথা ড্যামেজ হয়েছে । সমীক্ষায় উঠে এল এমনই সব তথ্য ।
পরবর্তীতে ফের গত বছরের মতো নদীতে জল বাড়লে সমস্যা চরমে উঠতে পারে বলে আশঙ্কা সেচ দফতরের । এর জেরে উত্তরবঙ্গের বন্যা নিয়ন্ত্রণ নিয়ে বৈঠকে বসলেন সেচ দফতরের আধিকারিকরা । উত্তরবঙ্গের বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও দার্জিলিং জেলাকে নিয়ে বৈঠক করা হল সোমবার । জলপাইগুড়ি সেচ দফতরের বাংলোতে এ দিনের বৈঠক হয় ।
সেচ দফতরের নর্থ ইস্টের চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক বলেন, "সিকিমের বন্যার ফলে তিস্তার নদীবক্ষ উঁচু হয়ে গিয়েছে । প্রায় দেয় মিটার তিস্তার রিভার বেড উঁচু হয়ে গিয়েছে । আমাদের কাছে এটা খুবই চিন্তার বিষয় । আমরা সমীক্ষা করছি। বিষয়টি নিয়ে পর্যালোচনাও করছি । আমাদের অনেক বাঁধ নীচু হয়ে গিয়েছে ৷ স্পারের মাথা ড্যামেজ হয়েছে ময়নাগুড়ির বাকালিতে । আমাদের সেগুলি উঁচু করতে হচ্ছে ৷ ভবিষ্যৎ পরিকল্পনা করা যায় কিনা দেখা হচ্ছে । মে মাসের শেষে বা জুনের প্রথমেই বর্ষা ঢুকে যাবে উত্তরবঙ্গে । আমরা ব্রক্ষ্মপুত্র বোর্ডে টাকার জন্য প্রস্তাব দিয়েছি ৷"
এদিকে সিকিম ও উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত আবহাওয়া আধিকারিক গোপীনাথ রাহা বলেন, "তিস্তার রিভার বেড উঁচু থাকার কারণে পাহাড়ে বেশি বৃষ্টিপাত হলে নদীর জলস্তর বেড়ে যাবে । তাতে সমস্যা হতেই পারে । তবে সব দফতরই বিষয়টি নিয়ে ওয়াকিবহাল রয়েছে ৷ সেইভাবেই তারা কাজ করছে ।"
সেচ দফতরের নর্থ ইস্টের চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক জানান, বন্যা নিয়ন্ত্রণে সেন্ট্রাল ওয়াটার কমিশন, আবহাওয়া দফতর-সহ সেচ দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করা হয় এ দিন । সবার সহযোগিতা যাতে পাওয়া যায়, সেই বিষয়ে আলোচনা হয়েছে ৷ সিকিমের বন্যার পর 106 কোটি টাকার কাজ চলছে । বন্যা নিয়ন্ত্রণের জন্য জিনিসপত্র মজুত রাখা হচ্ছে ৷ তিনি বলেন, "আমাদের দশখানা রেইন গেজ রয়েছে । 25টি ওয়াটার কমিশন থেকে তথ্য পেয়ে থাকি আমরা । উত্তরবঙ্গের 10টি বড় নদীর ওপরে 15 গেজ রয়েছে ৷ যেগুলির থেকে বন্যার সতর্কতা পাই । ভুটানের চারটি রেইন গেজ থেকে সতর্কতা পাচ্ছি । দিল্লিতে ইন্দো-ভুটানের বৈঠকে আমরা আরও বেশি গেজ মিটার বাড়ানো যায় কিনা, তার প্রস্তাব দিয়েছি ।"
আরও পড়ুন:
- বিপর্যস্ত সিকিমে মৃত 11, 22 সেনা জওয়ান-সহ নিখোঁজ 82; মুখ্যমন্ত্রীকে ফোন প্রধানমন্ত্রীর
- সিকিমের বিপর্যয়ে নড়চড়ে বসল রাজ্যের সেচ দফতর, জলপাইগুড়িতে ক্ষতিগ্রস্ত তিস্তা বাঁধ সংস্কার
- বিপর্যস্ত সিকিম, ফুলেফেঁপে উঠল তিস্তা! জলপাইগুড়িতে হলুদ সতর্কতা