কলকাতা, 17 নভেম্বর: এশিয়ার সেরা প্রতিষ্ঠানের তালিকায় নাম করে নিল কলকাতার দুটি নামকরা বিশ্ববিদ্যালয়। এশিয়ার কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এর 250 এর মধ্যে দেখা গেল কলকাতা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম। এছাড়াও, সেই তালিকায় রয়েছে খড়গপুর আইআইটি। তবে এই তালিকার 1000 এর মধ্যে রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়। কিন্তু, যাদবপুর ও কলকাতার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দৌড়ে পিছিয়ে পড়ছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়।
এশিয়া 2025-এর জন্য কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী, IIT-খড়গপুর এশিয়া মহাদেশে 60তম এবং দক্ষিণ এশিয়ায় চতুর্থতম স্থান অর্জন করেছে ৷ কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় এশিয়ার শীর্ষ 250টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে, এই মহাদেশে যথাক্রমে 179তম এবং 211তম স্থানে রয়েছে ৷ গত বছরের, এশিয়ার প্রতিষ্ঠানগুলির মধ্যে IIT-খড়গপুর 59তম স্থানে ছিল, কলকাতা বিশ্ববিদ্যালয় ছিল 187তম এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় ছিল 228তম স্থানে। তর্থাৎ, র্যাঙ্কিংয়ের নিরিখে গতবারের তুলনায় এবার বেশ কয়েক ধাপ উপরে উঠে এসেছে কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয় ৷