কলকাতা, 14 নভেম্বর: আবারও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে সমস্যা । জলের ফিল্টার খারাপ হওয়ায় অসুস্থ হয়ে পড়লেন হস্টেলের বেশ কয়েকজন আবাসিক । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলারদের যে হস্টেল রয়েছে, সমস্যা সেখানেই । হস্টেলের আবাসিকদের অভিযোগ, সেখানে যে জলের ফিল্টার রাখা হয়েছে, সেটি দু'মাস ধরে খারাপ । কর্তৃপক্ষকে একাধিকবার বলা সত্ত্বেও কোনও কাজ হয়নি । সেই জল খেয়েই অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন পড়ুয়া । তবে ইতিমধ্যে বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যাওয়ায় ব্যবস্থা নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলারদের হস্টেলের এই সমস্যার বিষয়ে হস্টেলের মেডিক্যাল অফিসার মিতালী দেব জানান, "গুজরাত থেকে একটি ছেলে এসেছিল । জার জন্ডিস ধরা পড়ে । অন্যদিকে, হস্টেলের পাঁচজন পড়ুয়ার পেট খারাপ হয় । ওরা অনুমান করেছিল জল থেকে হয়েছে । জন্ডিসের ভয় পাচ্ছিল । তবে পরীক্ষা করার পর দেখা গিয়েছে, জন্ডিসের ব্যাকটেরিয়া জলে নেই । কিন্তু কিছু ব্যাকটেরিয়া রয়েছে । তবে রিপোর্ট আসার আগেই আমারা ট্যাংক পরিষ্কার করেছি ।"