কলকাতা, 4 জুন: 2 লক্ষ 58 হাজারের কিছু বেশি ভোটে জয়ী হলেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ৷ নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে হারিয়ে যাদবপুর লোকসভাকে তৃণমূলের দখলেই রাখলেন তিনি ৷ বরং, গতবারের সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীর থেকে অনেক বেশি ব্যবধানে এই কেন্দ্র থেকে জয় পেয়েছেন সায়নী ৷ তৃণমূল প্রার্থী 7 লক্ষের কিছু বেশি ভোট পেয়েছেন ৷ সেখানেই তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অনির্বাণ গঙ্গোপাধ্যায় 4 লক্ষ 59 হাজারের কিছু বেশি ভোট পেয়েছেন ৷ সিপিআইএম প্রার্থী পেয়েছেন সৃজন ভট্টাচার্য 2 লক্ষ 58 হাজারের বেশি ভোট ৷
'বাংলার মানুষ প্রমাণ করল বিজেপিকে সরানোর নির্বাচন ছিল', জানালেন সায়নী - Lok Sabha Election Results 2024 - LOK SABHA ELECTION RESULTS 2024
Lok Sabha Election Results 2024:আড়াই লক্ষের বেশি ভোটে জয়ী যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ৷ মঙ্গলবার সন্ধ্যায় গণনা কেন্দ্র থেকে শংসাপত্র নিয়ে বেরিয়ে তৃণমূলের জয়ী প্রার্থী জানালেন, এই নির্বাচন বিজেপিকে সারনোর জন্য ছিল, তা মানুষ প্রমাণ করেছে ৷
Published : Jun 4, 2024, 8:26 PM IST
এদিনের জয়ের পর শংসাপত্র হাতে নিয়ে গণনা কেন্দ্র থেকে চওড়া হাসি নিয়ে বের হন অভিনেত্রী ৷ সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ৷ সায়নী বলেন, "আজকের এই জয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের জয় ৷ লক্ষ্মীর ভাণ্ডারের জয় ৷ মানুষ তৃণমূলের উপর আবারও আস্থা রেখেছে ৷ আর এই নির্বাচন কেন্দ্রে বিজেপি সরকারকে আনার জন্য ছিল না ৷ এই নির্বাচন ছিল বিজেপিকে দেশ থেকে সরানোর জন্য ৷ আজ বাংলার মানুষ সেটা প্রমাণ করেছে ৷"
এদিন সায়নীর মুখে ভাঙড় বিধানসভার প্রসঙ্গ উঠে আসে ৷ যেখানে 2021 বিধানসভা নির্বাচনে এই ভাঙড় থেকেই তৃণমূল প্রায় 27 হাজার ভোটে হেরেছিল আইএসএফের নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে ৷ কিন্তু তিন বছরের মধ্যেই ভাঙড়ের ভোলবদল হয়ে গেল ৷ ভাঙড় বিধানসভা থেকে এই লোকসভা নির্বাচনে প্রায় তিনি 81 হাজার ভোটের লিড পেয়েছেন বলে জানান সায়নী ঘোষ ৷ তবে, কোনও বিশেষ এলাক নয়, তিনি যাদবপুর লোকসভা প্রত্যেক মানুষের হয়ে কাজ করবেন বলে জানান সংসদীয় রাজনীতিতে পা-রাখতে চলা সায়নী ঘোষ ৷