ভাঙড়, 1 জুন: ভোটের দিন শুরুতেই অশান্ত ভাঙড় ৷ কোথাও ভাঙা হল আইএসএফ প্রার্থীর গাড়ি তো কোথাও ভোট দিতে গেলে ভোটারদের মারধর করারও অভিযোগ উঠেছে ৷ আর সব ক্ষেত্রেই অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে ৷
ভোটের সকালে ভাঙড়ে আইএসএফ-তৃণমূলের খণ্ডযুদ্ধ, রাস্তায় পড়ে বোমা - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
Bhangar ISF-TMC Clash: ভাঙড়ে সাতুলিয়াতে আইএসএফ তৃণমূলের খণ্ডযুদ্ধ। এলাকায় ব্যাপক বোমাবাজির অভিযোগও উঠেছে। ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা গেল বোমাও ৷
Published : Jun 1, 2024, 8:22 AM IST
শনিবার সকালে সাতুলিয়ায় আইএসএফ-তৃণমূল খণ্ডযুদ্ধ বাধে ৷ এরপর এলাকায় ব্যাপক বোমাবাজি হয় বলে অভিযোগ। রাস্তায় বোমাও পড়ে থাকতে দেখা যায় । ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে ৷ একে অপরের বিরুদ্ধে বোমাবাজি ও গুলি চালানোরও অভিযোগ তুলেছে তৃণমূল ও আইএসএফ ৷ এরপরই ঘটনাস্থলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।
জানা গিয়েছে, এদিন সকালে ভাঙড়ের ফুলবাড়ি এলাকায় বুথে এজেন্ট বসাতে গেলে আইএসএফ কর্মীদের উপর আক্রমণ করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পালটা আইএসএফের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় দু’পক্ষের বেশ কয়েক জন আহত। ঘটনাস্থলে ব্যাপক পুলিশ বাহিনী। অন্যদিকে, সাতুলিয়া এলাকায় ভোট দিতে গেলে আইএসএফ কর্মীদের ঘিরে ধরে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল বিরুদ্ধে। দুই আইএসএফ কর্মী গুরুতর আহত হয়েছেন বলে খবর। মহিলাদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের জিরানগাছা হাসপাতালে নিয়ে যায়। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।