কলকাতা, 3 এপ্রিল: আবারও বামেদের উপর চাপ বাড়িয়ে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে আইএসএফ। বৃহস্পতিবার সন্ধ্যায় ফুরফরা শরীফ থেকেই দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হতে পারে ৷ শুধু তাই নয়, ডায়মন্ড হারবার, যাদবপুর, উলুবেড়িয়া-সহ একাধিক আসনে প্রার্থী ঘোষণা হতে পারে এই দিন ৷
আইএসএফ সভাপতি সামসুর আলি মল্লিক বলেন, "আমরা বৃহস্পতিবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি। সময় ও বাকি বিষয় পরে জানানো হবে।" তবে, সূত্রের খবর, ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকীকে প্রার্থী করা হচ্ছে না। বরং, স্থানীয় এক আইএসএফ নেতাকেই প্রার্থী করা হতে পারে। অন্যদিকে, যাদবপুর লোকসভায় প্রার্থী হতে পারেন এক প্রাক্তন বাম ছাত্রনেতা।
একইভাবে উলুবেরিয়ায় লোকসভা আসনে প্রার্থী হতে পারেন এক অধ্যাপক। তিনি দীর্ঘদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন। সূত্রের আরও দাবি, এই তিন কেন্দ্র ছাড়াও বসিরহাট-সহ আরও কয়েকটি আসনে প্রার্থী ঘোষণা করা হতে পারে। সবমিলিয়ে যা পরিস্থিতি বামেদের সঙ্গে আইএসএফের জোট হচ্ছে না। রাজ্য সভাপতি সামসুর আলি মল্লিক বলেন, "জোট নিয়ে আশার আলো আর দেখতে পাচ্ছি না। জোটের সম্ভাবনা খুবই ক্ষীণ!"
একইভাবে 'ডায়মন্ড হারবার' লোকসভা আসনে নওশাদ সিদ্দিকীর প্রার্থী না হওয়ার বিষয়ে আইএসএফ নেতার দাবি, "আমরা মানছি, নওশাদ বলেছিলেন ডায়মন্ড হারবারে প্রার্থী হবেন। কিন্তু, আমাদের সেখানে কোনও সংগঠন নেই। আমরা বামফ্রন্টের কাছে ওই আসন দাবিও করেনি। তাহলে, কেন দলের একমাত্র মুখকে জেনে বুঝে 'গর্তে' ফেলে দেওয়া হবে ?"